প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের নাগরোটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রবীণ বিজেপি নেতা দেবেন্দর সিং রানা। হরিয়ানার ফরিদাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দেবেন্দর ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের ছোট ভাই। একটা সময় ওমর আবদুল্লার খুবই ঘনিষ্ঠ ছিলেন দেবেন্দর। পরে ২০২১ সালের অক্টোবরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সাম্প্রতিক জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের যোগিন্দর সিংকে ৩০,৪৭২ ভোটে হারিয়েছিলেন দেবেন্দর। এর আগে ২০১৪ সালে এই আসন থেকেই ন্যাশনাল কনফারেন্সের টিকিটে জয়ী হয়েছিলেন দেবেন্দর। এদিকে দেবেন্দরের মৃত্যুর খবর পেয়ে জম্মুর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। (আরও পড়ুন: প্রয়াত মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায়)
আরও পড়ুন: আওয়ামি লিগের পর এবার বাংলাদেশে আক্রান্ত জাতীয় পার্টি, কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে সরব ট্রাম্প, দিওয়ালি পালন করতে পারলেন না কমলা
দেবেন্দরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় দেবেন্দরের সঙ্গে নিজের ছবি পোস্টে করে মোদী লেখেন, 'শ্রী দেবেন্দর সিং রানাজির অকাল মৃত্যু শোকাহত। তিনি একজন প্রবীণ নেতা ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীরের অগ্রগতির দিকে নিরলসভাবে কাজ করেছিলেন। তিনি সবেমাত্র বিধানসভা নির্বাচনে জিতেছিলেন এবং জম্মু ও কাশ্মীরে বিজেপিকে শক্তিশালী করতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এই দুঃসময়ে তাঁর পরিবার ও সমর্থকদের সঙ্গে আমার ভাবনা। ওম শান্তি।'
এদিকে 'বন্ধু' দেবেন্দরের প্রয়াণে শোকস্তব্ধ ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গতরাতে ভয়ানক খবরটি আসার পর থেকে তা বিশ্বাস করে উঠতে পারিনি। আমি জানি গত কয়েক বছরে আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। তবে দেবেন্দরের সঙ্গে আমার মজাদার সময়গুলি মনে করতে চাই আমি। আমরা একসাথে যে দুর্দান্ত কাজ করেছি, সেই স্মৃতিগুলির ওপর ফোকাস করব আমি। তোমাকে খুব তাড়াতাড়ি আমাদের সবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তোমার শূন্যতা অনুভব করব।'
এদিকে দেবেন্দরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দলের সহকর্মী, বন্ধুবান্ধব এবং সমর্থকরা শ্রদ্ধা জানাতে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জম্মুর গান্ধী নগরে তাঁর বাসভবনে জড়ো হন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দেবেন্দর সিং রানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে দেশ একজন দেশপ্রেমিক এবং ব্যাপকভাবে শ্রদ্ধেয় নেতাকে হারাল। তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। বিজেপি বিধায়ক দেবেন্দর রানার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতিও। তিনি লেখেন, 'দেবেন্দর রানাজির আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি হতবাক। তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'