ভোটযুদ্ধে সাফল্যের তাজ মাথায় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে ফিরলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন তিনি শপথ পাঠ করেন। বিজেপি, একনাথ শিন্ডে শিবিরের শিবসেনা, অজিত পাওয়ারের শিবিরের এনসিপি জোটের মহাযুতি মহারাষ্ট্রে তৈরি করতে চলেছে তাদের পরবর্তী সরকার। বৃহস্পতিবার লক্ষ্মীবারে এই শপথ অনুষ্ঠান ছিল কার্যত চাঁদের হাট।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসার আগে, এদিন দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে চলে গৌপুজো। মুম্বাদেবীর মন্দিরেও পৌঁছন ফড়ণবিস। সেখানে দেন পুজো। বিজেপির তাবড় নেতারা এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। শপথ অনুষ্ঠানে গানের সুরে মুগ্ধ করেন শিল্পী কৈলাস খের। এরই মাঝে বিকেল ৫ টার কিছু পর ফের একবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ছিলেন অমিত শাহ, জেপি নড্ডা, শিবরাজ সিং চৌহান সহ বহু বিশিষ্টদের উপস্থিতিতে এই শপথ পাঠ করেন দেবেন্দ্র ফড়ণবিস।
শিন্ডের নজরে স্বরাষ্ট্র?
এদিকে, দেবেন্দ্র ফড়ণবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ায়,ডেপুটির চেয়ারে এবার শিন্ডে শিবিরের শিবসেনার একনাথ। আর এবার খবর, সম্ভবত, মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে নজর রয়েছে একনাথের। সেই দফতর যাতে তিনি পান, তার জন্য সম্ভবত বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন একনাথ শিন্ডে। একনাথ শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় শিরসত বলেন,' শপথগ্রহণ অনুষ্ঠানের পরে, একনাথ শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' উল্লেখ্য, যেকোনও রাজ্যেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতর হল স্বরাষ্ট্র। এককালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকা একনাথ এবার নজরে রাখছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দিকটি। উল্লেখ্য, শোনা যাচ্ছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদি বিজেপির প্রার্থীকে ছআড়তে খুব একটা ইচ্ছুক ছিলেন না একনাথ। সেক্ষেত্রে তিনি বিহারের বিজেপি জোটের সরকারের প্রসঙ্গ তোলেন। তবে পরে গদি ছেড়ে মহারাষ্ট্রের ডেপুটির চেয়ারে বসতে রাজি হন একনাথ। এদিকে, মহারাষ্ট্রে বিজেপি জোটের ক্ষমতা বণ্টনের বৈঠকে না গিয়ে হঠাৎই গ শুক্রবার একনাথ শিন্ডে চলে যান থানে। তার কারণ তাঁর অসুস্থতা বলে জানান। যদিও পরে তিনি মুম্বইতে ফিরে আসেন।