বাংলা নিউজ > ঘরে বাইরে > নির্ধারিত জোনের আগেই মাটি ছুঁয়েছিল বিমান, পাইলটদের বিরুদ্ধে ব্যবস্থা

নির্ধারিত জোনের আগেই মাটি ছুঁয়েছিল বিমান, পাইলটদের বিরুদ্ধে ব্যবস্থা

স্পাইস জেটের বিমান (AP) (HT_PRINT)

এভিয়েশন সেফটি এক্সপার্ট মোহন রঙ্গনাথন বলেন, এটা খুব বড়সর ঘটনা। এতে রানওয়ে থেকে ছিটকে যেতে পারত বিমানটি।

নির্ধারিত জোনের আগেই মাটি ছুঁয়েছিল স্পাইস জেটের বিমান। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে। যার জেরে স্পাইস জেটের দুজন পাইলটকে দায়িত্ব থেকে আপাতত সরিয়ে দিয়েছে(Derostered) ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন(ডিজিসিএ)। সূত্রের খবর মঙ্গলবার স্পাইসজেটের একটি বিমান( B737-800) চেন্নাই থেকে পূর্ব আফ্রিকার একটি বিমানবন্দর  Seychellesএ যাচ্ছিল। এদিকে নিরাপদেই বিমানটি নেমে যায়। পরে দেখা যায় সেটি টাচডাউন জোনের আগেই নেমে গিয়েছিল। ডিজিসিএর এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানের পরই দুজন পাইলটকেই কাজ থেকে সাময়িক অব্য়াহতি দেওয়া হয়েছে। ফ্লাইট ডেটা রেকর্ডারের তথ্য পর্যালোচনা করা হয়েছে। তারপর বোঝা যায় কিছু ভুল ছিল। এরপরই তাদেরকে সরানো হয়েছে।

এদিকে স্পাইসজেট কর্তৃপক্ষ হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। বিমান সংস্থা সূত্রে খবর, ফ্লাইটটি নিরাপদেই নেমেছিল। কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার পর বোঝা যায় টাচডাউন জোনের আগেই ফ্লাইটটিকে নামানো হয়েছিল। কিন্তু এতে বিমান বা বিমানবন্দরের সম্পত্তির কোনও ক্ষতি হয়নি। কিন্তু কী হতে পারত?এভিয়েশন সেফটি এক্সপার্ট মোহন রঙ্গনাথন বলেন, ‘এটা খুব বড়সর ঘটনা। এতে রানওয়ে থেকে ছিটকে যেতে পারত বিমানটি। বিমানের গোটা কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল।’ 

 

বন্ধ করুন