বাংলা নিউজ > ঘরে বাইরে > Spicejet-এর উপর আরও কিছুদিন বিধিনিষেধ বজায় রাখল DGCA

Spicejet-এর উপর আরও কিছুদিন বিধিনিষেধ বজায় রাখল DGCA

এই সময়পর্বে Spicejet-কে নির্বিঘ্নে উড়ান পরিচালনা সম্পন্ন করতে হবে। সংস্থাকে DGCA-এর কাছে প্রমাণ দিতে হবে যে তারা নির্বিঘ্নে উড়ান পরিচালনা করতে সক্ষম। সেই সংক্রান্ত পর্যাপ্ত পরিকাঠামো, নিরাপত্তা এবং দক্ষতা তাদের আছে। সেটা হলেই সম্পূর্ণ ক্ষমতায় কার্যক্রম পরিচালনায় অনুমোদন দেওয়া হবে।

অন্য গ্যালারিগুলি