এই সময়পর্বে Spicejet-কে নির্বিঘ্নে উড়ান পরিচালনা সম্পন্ন করতে হবে। সংস্থাকে DGCA-এর কাছে প্রমাণ দিতে হবে যে তারা নির্বিঘ্নে উড়ান পরিচালনা করতে সক্ষম। সেই সংক্রান্ত পর্যাপ্ত পরিকাঠামো, নিরাপত্তা এবং দক্ষতা তাদের আছে। সেটা হলেই সম্পূর্ণ ক্ষমতায় কার্যক্রম পরিচালনায় অনুমোদন দেওয়া হবে।
1/5'বাড়তি সতর্কতা'র কারণে স্পাইসজেটের উড়ানে আরও বেশ কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। বুধবার এমনই সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে DGCA। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর আগে ২৭ জুলাই স্পাইসজেটকে তার উড়ানের সর্বাধিক ৫০% চালনার নির্দেশ দিয়েছিল। স্পাইসজেটের বেশ কিছু সাম্প্রতিক উড়ানের সঙ্গে জড়িত ঘটনার এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। ফাইল ছবি : রয়টার্স (PTI)
3/5সেই বিধিনিষেধই অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। আগামী ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় রাখা হবে বলে জানিয়েছে ডিজিসিএ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/5এই সময়পর্বে স্পাইসজেটকে নির্বিঘ্নে উড়ান পরিচালনা সম্পন্ন করতে হবে। সংস্থাকে ডিজিসিএ-এর কাছে প্রমাণ দিতে হবে যে তারা নির্বিঘ্নে উড়ান পরিচালনা করতে সক্ষম। সেই সংক্রান্ত পর্যাপ্ত পরিকাঠামো, নিরাপত্তা এবং দক্ষতা তাদের আছে। সেটা হলেই সম্পূর্ণ ক্ষমতায় কার্যক্রম পরিচালনায় অনুমোদন দেওয়া হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5এই সময় স্পাইসজেটের উপর 'বর্ধিত নজরদারি' বজায় রাখা হবে বলে জানিয়েছে ডিজিসিএ। ফাইল ছবি: পিটিআই (PTI)