বাংলা নিউজ > ঘরে বাইরে > Spicejet-এর উপর আরও কিছুদিন বিধিনিষেধ বজায় রাখল DGCA

Spicejet-এর উপর আরও কিছুদিন বিধিনিষেধ বজায় রাখল DGCA

এই সময়পর্বে Spicejet-কে নির্বিঘ্নে উড়ান পরিচালনা সম্পন্ন করতে হবে। সংস্থাকে DGCA-এর কাছে প্রমাণ দিতে হবে যে তারা নির্বিঘ্নে উড়ান পরিচালনা করতে সক্ষম। সেই সংক্রান্ত পর্যাপ্ত পরিকাঠামো, নিরাপত্তা এবং দক্ষতা তাদের আছে। সেটা হলেই সম্পূর্ণ ক্ষমতায় কার্যক্রম পরিচালনায় অনুমোদন দেওয়া হবে।