বাংলা নিউজ > ঘরে বাইরে > Dhaka Gulshan Fire: ঢাকার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন থেকে বাঁচতে লাফ বহু মানুষের, মৃত ১

Dhaka Gulshan Fire: ঢাকার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন থেকে বাঁচতে লাফ বহু মানুষের, মৃত ১

ঢাকার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড (ছবি - টুইটার)

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার ব্রিগেডের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছান। তাঁরা সেই বিল্ডিং থেকে ২২ জনকে উদ্ধার করে নামিয়ে আনেন। পরিস্থিতি এত গুরুতর হয়ে পড়ে যে উদ্ধারকাজে নামানো হয় বায়ুসেনা। সেনা ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।

বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত গুলশান এলাকায় গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। গুলশান-২ নম্বরে একটি বহুতলে আগুনটি লেগেছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গতরাতেই ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আগুন থেকে বাঁচতে সেই বিল্ডিংয়ের আট তলা থেকে তিনজন ঝাঁপ মারতে দেখা যায়। এই আবহে এখনও চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার ব্রিগেডের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছান। তাঁরা সেই বিল্ডিং থেকে ২২ জনকে উদ্ধার করে নামিয়ে আনেন। পরিস্থিতি এত গুরুতর হয়ে পড়ে যে উদ্ধারকাজে নামানো হয় বায়ুসেনা। সেনা ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিস ও বায়ুসেনার প্রায় ৪ ঘণ্টার যৌথ প্রচেষ্টার পর গভীর রাতে নিয়ন্ত্রণে এসেছে গুলশানের ১২ তলা ভবনের আগুন। জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের একটি ১২ তলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই খবর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করে। পরে আরও ১৩টি ইউনিট সেখানে গিয়ে উপস্থিত হয়। উদ্ধার কাজে একযোগে কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। পরে তাদের সাথে উদ্ধারকাজে যোগ দেয় বায়ুসেনাও।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জানা গিয়েছে, প্রথমে ভবনের ৭ তলায় আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। পরবর্তীতে স্থানীয় সময় রাত ১০টা নাগাদ দেখা যায়, ভবনের ১১ ও ১২তলার জানলা দিয়েও আগুনেল লেলিহান শিখা বেরিয়ে আসছে। পরে রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ডিজি সংবদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। এঁদের মধ্যে তিনজন দগ্ধ হয়েছেন। তাছাড়া আগুন থেকে বাঁচতে তিনজন ভবন থেকে লাফ দেন। তাঁদেরও স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। রাত ১০টার দিকে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গিয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.