বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়কদের নয়া সংগঠন - বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটে ২৬ ফেব্রুয়ারি। এবং সেই দলের ঘোষণা ঘিরেই চরম অশান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্নাতকের শিক্ষার্থী। এদিকে দলটির সদস্যসচিব করা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসান। তিনি প্রাক্তন সমন্বয়ক। আর এই নয়া দলের পদাধিকারীদের নাম এবং কমিটি ঘোষণা ঘিরেই উত্তেজনা ছড়িয়েছিল। এর জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের ধস্তাধস্তি, মারামারির ঘটনা ঘটে। এই নয়া সংগঠন নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, নতুন সংগঠনের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পদ পেয়েছেন। এই আবহে ঢাকায় নতুন করে আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য, আন্দোলনের চরম পর্যায়ে তাঁরাই শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলে রাস্তায় নেমেছিলেন। তবে নয় সংগঠনে তাঁরাই উপেক্ষিত। এই আবহে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সেখানে তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। এই আবহে ঢাকার বাংলামোটর মোড়ে রাস্তা অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ৮টা থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। এরপর রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে এই অপরোধ।
উল্লেখ্য, গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ স্থানীয় ৬টি পদের ৫টিতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটি পদে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আবহে নয়া দলের কমিটিতে বৈষম্যের অভিযোগ তুলে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে। তাঁদের দাবি না মানা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করবেন ২৭ ফেব্রুয়ারি। তারপরও যদি বদল না আসে, সেই ক্ষেত্রে অবরোধ করে ঢাকা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়রি দেওয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষেপ সংঘর্ষের ঘটনার সমাধানসূত্র বের করতে সব সমমন্বয়করা গভীর রাতে বৈঠকে বসেন। সেই বৈঠক ভোররাতত পর্যন্ত চলেছে বলে জানা গিয়েছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, তাঁদের ওপর হওয়া হামলা কারা করেছে, তা বের করতে তদন্ত কমিটি গঠন করা উচিত। দোষীদের সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা উচিত।