বাংলা নিউজ > ঘরে বাইরে > Dharamshala Cloudburst: ভেসে যাচ্ছে গাড়ি, আছড়ে পড়ছে স্রোত - মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ধর্মশালা

Dharamshala Cloudburst: ভেসে যাচ্ছে গাড়ি, আছড়ে পড়ছে স্রোত - মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ধর্মশালা

ভেসে যাচ্ছে গাড়ি। (ছবি সৌজন্য টুইটার)

দেখুন সেই ভিডিয়ো।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হল হিমাচল প্রদেশের ধর্মশালা। তারইমধ্যে সোমবার সকালে কাংড়া জেলায় হড়পা বানের জেরে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ধর্মশালার ভাগসু গ্রাম। ভেসে গিয়েছে অসংখ্য গাড়ি। তবে কোনও হতাহতের খবর মেলেনি।

ম্যাকলয়েডগঞ্জের পুলিশ আধিকারিকের বিপিন চৌধুরীর তোলা ৩৭ সেকেন্ডের ভিডিয়োয় হড়পা বানের বিধ্বংসী রূপ ধরা পড়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পোস্ট করা সে ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বেগে শহরের দিকে জলের স্রোত এগিযে আসছে। কয়েকটি গাড়ি এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। সম্ভবত হড়পা বানই সেই গাড়িগুলিকে সেখানে ঠেলে দিয়েছে। একটি গাড়িকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলের স্রোত। রীতিমতো হুড়মুড়িয়ে জল ঢুকতে দেখা গিয়েছে। আরও কয়েকটি ভাইরাল ভিডিয়োয় একই ছবি ধরা পড়েছে। কোথাও জলের প্রবল তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি।

গত কয়েকদিন পারদ বেশি থাকার পর সোমবার ধরমশালা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের পছন্দের ম্যাকলয়েডগঞ্জেও লাগাতার বৃষ্টি হচ্ছে। যে সময় পর্যটকরা সেখানে ভিড় জমাচ্ছিলেন। তারইমধ্যে মেঘভাঙা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টির জেরে শিমলা জেলার রামপুর এলাকা ঝাকরিতে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি হবে। আজ (সোমবার) এবং আগামিকাল (মঙ্গলবার) সমতল এবং পাহাড়-লাগোয়া এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) এবং বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

বন্ধ করুন