টানা ১৮ দিন অপরিবর্তিত থাকার পর ফের একবার বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার ডিজেলের দাম ২৪ পয়সা বাড়ানো হয়। তবে পেট্রলের দাম অপরিবর্তিত রাখা হয় এদিনও। এর আগে গত ৫ সেপ্টেম্বর ১৫ পয়সা করে দাম বেড়েছিল পেট্রল, ডিজেল উভয়েরই। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ১০১ টাকা ১৯ পয়সা। জিজেল বিকোচ্ছে লিটার পিছু ৮৮ টাকা ৮২ পয়সা।
এদিকে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম ১০১ টাকা ৬২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৯২ পয়সা। তাছাড়া বাণিজ্যনগরী মুম্বইতে লিটার পিছু পেট্রলের দাম ১০৭ টাকা ২৬ পয়সা। ডিজেলের দাম ৯৬ টাকা ৪১ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম ১০০-র নিচে। সেখানে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ৯৮ টাকা ৯৬ পয়সায়। ডিজেলের দাম লিটার পিছু ৯৩ টাকা ৪৬ পয়সা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম ১০৪ টাকা ৭০ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ২৭ পয়সা।
উল্লেখ্য, সম্প্রতি পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে কিনা, তা নিয়ে আলোচনা হয় জিএসটি কাউন্সিলের বৈঠকে। তবে বেশ কয়েকটি রাজ্যের আপত্তির জেরে এখনই পেট্রল-ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্র।
এই আবহে মেট্রো শহর ছাড়া দেশের অন্যান্য শহরে যেমন পাটনায় লিটার পিছু পেট্রলের দাম ছিল ১০৩ টাকা ৭৯ পয়সা ও ডিজেলের দাম ছিল ৯৪টাকা ৮০ পয়সা। পাশাপাশি ভোপালেও পেট্রলের দাম লিটারপিছু ১০৯ টাকা ৬৩ পয়সা। ডিজেলের দাম ৯৭টাকা ৬৫ পয়সা। তবে লখনউতে এখনও পেট্রলের দাম লিটারপিছু ১০০ টাকা ছাড়ায়নি। সেখানে লিটার পিছু ৯৮টাকা ৩০ পয়সায় আটকে রয়েছে। অন্যদিকে ডিজেলের দামও অবশ্য ৯০-এর গণ্ডি টপকায়নি। সেখানে লিটারপিছু ডিজেলের দাম ৮৯ টাকা।