বাংলা নিউজ > ঘরে বাইরে > ১৮ দিনের স্বস্তির পর ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় কত দর পেট্রল-ডিজেলের?

১৮ দিনের স্বস্তির পর ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় কত দর পেট্রল-ডিজেলের?

প্রতীকী ছবি : পিটিআই (PTI)

টানা ১৮ দিন অপরিবর্তিত থাকার পর ফের একবার বাড়ল জ্বালানি তেলের দাম।

টানা ১৮ দিন অপরিবর্তিত থাকার পর ফের একবার বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার ডিজেলের দাম ২৪ পয়সা বাড়ানো হয়। তবে পেট্রলের দাম অপরিবর্তিত রাখা হয় এদিনও। এর আগে গত ৫ সেপ্টেম্বর ১৫ পয়সা করে দাম বেড়েছিল পেট্রল, ডিজেল উভয়েরই। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ১০১ টাকা ১৯ পয়সা। জিজেল বিকোচ্ছে লিটার পিছু ৮৮ টাকা ৮২ পয়সা।

এদিকে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম ১০১ টাকা ৬২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৯২ পয়সা। তাছাড়া বাণিজ্যনগরী মুম্বইতে লিটার পিছু পেট্রলের দাম ১০৭ টাকা ২৬ পয়সা। ডিজেলের দাম ৯৬ টাকা ৪১ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম ১০০-র নিচে। সেখানে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ৯৮ টাকা ৯৬ পয়সায়। ডিজেলের দাম লিটার পিছু ৯৩ টাকা ৪৬ পয়সা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম ১০৪ টাকা ৭০ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ২৭ পয়সা।

উল্লেখ্য, সম্প্রতি পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে কিনা, তা নিয়ে আলোচনা হয় জিএসটি কাউন্সিলের বৈঠকে। তবে বেশ কয়েকটি রাজ্যের আপত্তির জেরে এখনই পেট্রল-ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্র।

এই আবহে মেট্রো শহর ছাড়া দেশের অন্যান্য শহরে যেমন পাটনায় লিটার পিছু পেট্রলের দাম ছিল ১০৩ টাকা ৭৯ পয়সা ও ডিজেলের দাম ছিল ৯৪টাকা ৮০ পয়সা। পাশাপাশি ভোপালেও পেট্রলের দাম লিটারপিছু ১০৯ টাকা ৬৩ পয়সা। ডিজেলের দাম ৯৭টাকা ৬৫ পয়সা। তবে লখনউতে এখনও পেট্রলের দাম লিটারপিছু ১০০ টাকা ছাড়ায়নি। সেখানে লিটার পিছু ৯৮টাকা ৩০ পয়সায় আটকে রয়েছে। অন্যদিকে ডিজেলের দামও অবশ্য ৯০-এর গণ্ডি টপকায়নি। সেখানে লিটারপিছু ডিজেলের দাম ৮৯ টাকা।

 

পরবর্তী খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? দেবীপক্ষের সোমবারটা ভালো যাবে? ৭ অক্টোবরের রাশিফল জানুন সারেগামাপায় খুদে অনীকের বিরাট কারনামা! মাথায় হাত সৃজিতের,হাঁ রুক্মিণী-স্বস্তিকা দুর্গাপুজোয় ছুটি বাতিল বনকর্মীদের, হাতির দল কি লোকালয়ে চলে আসতে পারে?‌ আতঙ্ক ঠুকঠুকে জয়েও পয়েন্ট তালিকায় লাফ ভারতের, ঘুচল হরমনপ্রীতদের লাস্টগার্ল তকমা পুজো নিয়ে বিরাট বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের,মূর্তি ভাঙছে ওরা, বিপন্ন হিন্দুরা! রক্তচাপ এবং হার্টের সমস্যা! তবুও উপোসের ইচ্ছা, এই উপায়ে সুস্থ থাকবেন উত্সব শুরু! সাজগোজের পাশাপাশি ত্বকের যত্ন কিন্তু নিতেই হবে, মিস করবেন না যেগুলি পুজোর আগে 'স্লিম অ্যান্ড ট্রিম' হতে একসঙ্গে জিমে যশ-নুসরত বেআইনিভাবে টাকা আত্মসাৎ-এর অভিযোগ নাগার্জুনের বিরুদ্ধে, উঠল গ্রেফতারের দাবি মহাঅষ্টমীতে মহাযোগ, অষ্টমীর দিন বিরল সংযোগে মায়ের কৃপায় নাশ হবে ৪ রাশির দুর্গতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.