চলতি বছরের শেষেই ডিজিটাল মুদ্রা প্রচলনের মডেল আনবে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার এমনটাই জানালেন আরবিআই-এর ডেপুটি গভর্নর টি রবি শংকর।
তিনি জানালেন, আরবিআই একটি ফিয়াট ডিজিটাল মুদ্রা প্রবর্তনের বিষয়ে পর্যালোচনা করছে। এর লাভ, প্রযুক্তি, বণ্টন মাধ্যম এবং বৈধকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে গত ২২ জুলাই রবি শংকর জানান, ভারত পর্যায়ক্রমে ডিজিটাল মুদ্রা চালু করার কথা ভাবছে। এ বিষয়ে কাজ শুরু করার সময় এসে গিয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।
চিন ইতিমধ্যেই তার ডিজিটাল মুদ্রার একটি ট্রায়াল রান শুরু করেছে। অন্যদিকে ব্যাঙ্ক অব ইংল্যান্ড এবং মার্কিন ফেডারেল রিজার্ভও এ বিষয়ে পর্যালোচনা করছে।
'এখনই এই সংক্রান্ত তারিখ স্থির করা সম্ভব নয়। তবে এটুকু জানিয়ে রাখছি, অদূর ভবিষ্যতে আমরা ডিজিটাল কারেন্সির একটি মডেল প্রকাশের চেষ্টা করছি। সম্ভবত এই বছরের শেষের দিকেই তা হতে পারে,' সাংবাদিক সম্মেলনে জানান ডেপুটি গভর্নর।
গত বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ে ভাবনাচিন্তা করছে। ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক বিটকয়েনের মতো প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির জন্য বর্তমানে এর বিপুল চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই বিশ্বজুড়ে বহু দেশেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ও সরকার ডিজিটাল কারেন্সি প্রবর্তনের বিষয়ে ভাবনাচিন্তা করছে।
তবে ক্রিপ্টোকারেন্সির মতো অনিয়ন্ত্রিত ক্ষেত্রে এখনও সমর্থন নেই আরবিআই-এর। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক অনিয়ন্ত্রিত প্রাইভেট ডিজিটাল কারেন্সির বিষয়ে উদ্বিগ্ন। সরকারকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।