আজ ও আগামীকাল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিটাল পরিষেবা। এর প্রেক্ষিতে ব্যাঙ্কের ৪৪ কোটি গ্রাহকের উদ্দেশে অ্যআলার্ট জারি করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গতকালও বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ব্যাঙ্কের অনলাইন পরিষেবা। এর জেরে Yono, Yono Lite ও UPI পরিষেবা ব্যাহত হয়। আজ ও আগামীকালও একই পরিস্থিতিতে পড়তে হবে গ্রাহকদের।
এই বিষয় ব্যাঙ্কের তরফে টুইট করে জানানো হয়েছে যে ১০ ও ১১ অক্টোবর রাত ১১টা ২০ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে অনলাই পরিষেবা। ইউপিআই প্ল্যাটফর্ম আপগ্রেড করছে এসবিআই। এর জেরেই এই সময় বন্ধ রাখা হবে ডিজিটাল পরিষেবা। এই সময় গ্রাহকরা কোনও রকম অনলাইন লেনদেন করতে পারবেন না।
উল্লেখ্য, এর আগেও সিস্টেম আপগ্রেড করার লক্ষ্যে অনলাই পরিষেবা বন্ধ করেছিল এসবিআই। ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে সিস্টেম আপগ্রেড করে। সেই সময় ডিজিটাল পরিষেবা বন্ধ রাখা হয়। বর্তমানে স্টেট ব্যাঙ্কের Yono অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৩.৪৫ কোটি। প্রতিদিন গড়ে ৯০ লক্ষ লগইন হয় এই অ্যাপে।