বাংলা নিউজ > ঘরে বাইরে > Ex Couple in Tara Air Crash: বিচ্ছেদেও 'মিলন',আদালতের নির্দেশে সন্তানকে নিয়ে নেপাল গিয়ে মৃত ‘ডিভোর্সড দম্পতি’

Ex Couple in Tara Air Crash: বিচ্ছেদেও 'মিলন',আদালতের নির্দেশে সন্তানকে নিয়ে নেপাল গিয়ে মৃত ‘ডিভোর্সড দম্পতি’

গতকাল চার ভারতীয়-সহ ২২ জন যাত্রী নিয়ে গতকাল নিখোঁজ হয়েছিল নেপালের এই বিমানটি। (PTI)

Tara Air Crash in Nepal: আদালতের নির্দেশে সন্তানকে ও প্রাক্তন স্ত্রী বৈভবী ত্রিপাঠীকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলেন অশোক ত্রিপাঠী। সেই যাত্রাকালেই করুণ পরিণতি হল তিন জনেরই। তারা এয়ারের বিমানে সরকারি ভাবে মোট চারজন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে বৈভবী, তাঁর প্রাক্তন স্বামী অশোক ও তাঁদের সন্তানও ছিলেন।

নেপাল সরকারের তরফে আজই ঘোষণা করা হয় যে দুর্ঘটনার কবলে পড়া তারা এয়ারের বিমানটিতে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। সেই বিমানেই ছিলেন ভারত থেকে নেপালে ঘুরতে যাওয়া ডিভোর্সড দম্পতি। আদালতের নির্দেশে সন্তানকে ও প্রাক্তন স্ত্রী বৈভবী ত্রিপাঠীকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলেন অশোক ত্রিপাঠী। সেই যাত্রাকালেই করুণ পরিণতি হল তিন জনেরই। তারা এয়ারের বিমানে সরকারি ভাবে মোট চারজন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে বৈভবী, তাঁর প্রাক্তন স্বামী অশোক ও তাঁদের সন্তানও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের সময় আদালত নির্দেশ দিয়েছিল যে প্রতি বছর বৈভবী ও অশোককে তাঁদের সন্তানের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হবে। সেই মতোই তাঁরা নেপালে গিয়েছিলেন। বৈভবী তাঁর মায়ের সঙ্গে থাকতেন মহারাষ্ট্রেক থানেতে। বান্দ্রার একটি সংস্থায় কাজ করতেন তিনি।

গতকাল সন্ধ্যায় খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ থাকার পর আজ ফের নতুন করে তল্লাশি অভিযানে নেমেছিল উদ্ধারকারী দল। এরপর সকালেই জানানো হয়, নেপালে দুর্ঘটনার কবলে পড়া তারা এয়ারের বিমানটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে খাদের ধারে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। এরপর নেপাল সরকারের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়, ‘বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।’

প্রসঙ্গত, গতকাল সকালে তারা এয়ারের ৯ এনএইটি বিমানটি নেপালের পোখারা থেকে জোমসমের উদ্দেশে রওনা দিয়েছিল। সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বিমানটির। নেপালের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মুসতাং জেলার জোমসমের আকাশে বিমানটি শেষবার দেখা গিয়েছিল। তারপর তা ধৌলাগিরি শৃঙ্গের দিকে বাঁক নিয়েছিল। তখন থেকেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আজকে বিমানের ধ্বংসাবশেষ মিলল।

বন্ধ করুন