বাংলা নিউজ > ঘরে বাইরে > Diwali Bonus: দীপাবলিতে ১ হাজার কর্মীকে সোলার প্যানেল উপহার গুজরাটের সংস্থার

Diwali Bonus: দীপাবলিতে ১ হাজার কর্মীকে সোলার প্যানেল উপহার গুজরাটের সংস্থার

ফাইল ছবি: এএনআই (ANI)

সুরাটের এই সংস্থা, দীপাবলির বোনাস উপহার হিসাবে প্রত্যেক কর্মীকে একটি করে সোলার প্যানেল উপহার দিয়েছে। আর তার মাধ্যমেই এখন খবরের শিরোনামে এই সংস্থা।

ধনতেরাস এবং দীপাবলিতে বহু সংস্থাই কর্মীদের বিশেষ উপহার দেয়। কোনও কোনও সংস্থা তো বোনাসও দেয়। প্রতি বছরই সোনা যায় গুজরাটের এক সংস্থার কথা। তারা কোনও বছর কর্মীদের গাড়ি, কোনও বছর ফ্ল্যাটবাড়ি বোনাস হিসাবে দেয়। প্রতিবারই খবরের শিরোনামে আসে সেই সংস্থা। এবারও সুরাটের সেই ব্যবসায়ী দুর্দান্ত উপহারের নিরিখে নজর কেড়েছেন। সংস্থাটি তাদের ১ হাজারেরও বেশি কর্মীকে এক অভিনব উপহার দিয়েছে। এমন এক উপহার, যা তাদের বাড়িকে আলোয় ভরে তুলবে। এদিকে সবুজ এক ভবিষ্যতেরও প্রতিশ্রুতি দেবে।

না, হেঁয়ালি করছি না। আসলে সুরাটের এই সংস্থা, দীপাবলির বোনাস উপহার হিসাবে প্রত্যেক কর্মীকে একটি করে সোলার প্যানেল উপহার দিয়েছে। আর তার মাধ্যমেই এখন খবরের শিরোনামে এই সংস্থা।

শ্রী রামকৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড হল হিরের ব্যবসার সঙ্গে জড়িত একটি সংস্থা। সুরাটে তাদের মূল অফিস। এই সংস্থা তাদের কর্মীদের জন্য একটি দিওয়ালি উত্সব উদযাপনের আয়োজন করেছিল। সেই ইভেন্টেই, কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গোবিন্দভাই ঢোলাকিয়া তাঁর সমস্ত কর্মীদের সোলার রুফটপ প্যানেল উপহার দেন। গোবিন্দভাই বলেন, আমাদের কর্মীরা আমাদের পরিবারেরই অংশ।

শুধু দীপাবলির উপহারই নয়। তার পাশাপাশি পরিবেশ রক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। বিদ্যুতের খরচের কথা মাথায় রেখে, কর্মীদের সোলার রুফটপ প্যানেল দেওয়া হয়েছে। এটি তাঁরা বাড়ির ছাদে বসিয়ে সারা বছর কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। এমনিতে সোলার প্যানেল কেনা ও ইনস্টলেশনের প্রাথমিক খরচ অনেকটাই বেশি। আর সেই কারণেই এখনও আমজনতা চাইলেই তা বাড়িতে ব্যবহার করতে পারেন না। তবে এই সংস্থার দৌলতে বিনামূল্যে উপহার হিসাবে সোলার প্যানেল পেলেন ১ হাজারেরও বেশি কর্মী।

সংস্থার কর্ণধার বলেন, আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং-এর সমস্যায় ভুগছি। সবকিছু পরিবর্তন করে ফেলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা আমাদের ক্ষমতার মধ্যে ছোট ছোট কিছু অবদান রাখতেই পারি। সেই ভাবনা থেকেই এই সোলার প্যানেলের ব্যবস্থা।

প্রতিবারের মতো এবারেও সংস্থার এই উপহারের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই রীতিমতো নিজেদের সংস্থার প্রতি হতাশা প্রকাশ করছেন। কেউ কেউ আবার দুঃখের সঙ্গে জানিয়েছেন যে, তাঁরা দীপাবলিতেও ছুটি পান না। এদিকে কোনও কোনও সংস্থা ছুটি তো বটেই, গাড়ি, বাড়ি, সোলার প্যানেল উপহার দেয়।

পরবর্তী খবর

Latest News

ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি 'আপোষ না সংগ্রাম?' চিকিৎসকদের ‘ঘাড়ধাক্কা’ চন্দ্রিমার, ফুঁসলেন কিঞ্জল-শোভনরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.