ধনতেরাস এবং দীপাবলিতে বহু সংস্থাই কর্মীদের বিশেষ উপহার দেয়। কোনও কোনও সংস্থা তো বোনাসও দেয়। প্রতি বছরই সোনা যায় গুজরাটের এক সংস্থার কথা। তারা কোনও বছর কর্মীদের গাড়ি, কোনও বছর ফ্ল্যাটবাড়ি বোনাস হিসাবে দেয়। প্রতিবারই খবরের শিরোনামে আসে সেই সংস্থা। এবারও সুরাটের সেই ব্যবসায়ী দুর্দান্ত উপহারের নিরিখে নজর কেড়েছেন। সংস্থাটি তাদের ১ হাজারেরও বেশি কর্মীকে এক অভিনব উপহার দিয়েছে। এমন এক উপহার, যা তাদের বাড়িকে আলোয় ভরে তুলবে। এদিকে সবুজ এক ভবিষ্যতেরও প্রতিশ্রুতি দেবে।
না, হেঁয়ালি করছি না। আসলে সুরাটের এই সংস্থা, দীপাবলির বোনাস উপহার হিসাবে প্রত্যেক কর্মীকে একটি করে সোলার প্যানেল উপহার দিয়েছে। আর তার মাধ্যমেই এখন খবরের শিরোনামে এই সংস্থা।
শ্রী রামকৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড হল হিরের ব্যবসার সঙ্গে জড়িত একটি সংস্থা। সুরাটে তাদের মূল অফিস। এই সংস্থা তাদের কর্মীদের জন্য একটি দিওয়ালি উত্সব উদযাপনের আয়োজন করেছিল। সেই ইভেন্টেই, কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গোবিন্দভাই ঢোলাকিয়া তাঁর সমস্ত কর্মীদের সোলার রুফটপ প্যানেল উপহার দেন। গোবিন্দভাই বলেন, আমাদের কর্মীরা আমাদের পরিবারেরই অংশ।
শুধু দীপাবলির উপহারই নয়। তার পাশাপাশি পরিবেশ রক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। বিদ্যুতের খরচের কথা মাথায় রেখে, কর্মীদের সোলার রুফটপ প্যানেল দেওয়া হয়েছে। এটি তাঁরা বাড়ির ছাদে বসিয়ে সারা বছর কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। এমনিতে সোলার প্যানেল কেনা ও ইনস্টলেশনের প্রাথমিক খরচ অনেকটাই বেশি। আর সেই কারণেই এখনও আমজনতা চাইলেই তা বাড়িতে ব্যবহার করতে পারেন না। তবে এই সংস্থার দৌলতে বিনামূল্যে উপহার হিসাবে সোলার প্যানেল পেলেন ১ হাজারেরও বেশি কর্মী।
সংস্থার কর্ণধার বলেন, আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং-এর সমস্যায় ভুগছি। সবকিছু পরিবর্তন করে ফেলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা আমাদের ক্ষমতার মধ্যে ছোট ছোট কিছু অবদান রাখতেই পারি। সেই ভাবনা থেকেই এই সোলার প্যানেলের ব্যবস্থা।
প্রতিবারের মতো এবারেও সংস্থার এই উপহারের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই রীতিমতো নিজেদের সংস্থার প্রতি হতাশা প্রকাশ করছেন। কেউ কেউ আবার দুঃখের সঙ্গে জানিয়েছেন যে, তাঁরা দীপাবলিতেও ছুটি পান না। এদিকে কোনও কোনও সংস্থা ছুটি তো বটেই, গাড়ি, বাড়ি, সোলার প্যানেল উপহার দেয়।