বিবাহ বাসরের আনন্দ দ্রুত বদলে গেল বিষাদে। বিয়ে করতে এসে হার্ট অ্য়াটাকে মৃত্যু হল পাত্রের।আনন্দ বদলে গেল শোকে। মালাবদল সবে হয়েছিল। চারদিকে আনন্দের বন্যা। তার মধ্য়েই লুটিয়ে পড়লেন বর। বিহারের ইন্দর্ভ গ্রামের ঘটনায় বুধবার রাতে সীতামারি জেলার ঘটনা। বাসিন্দাদের দাবি ডিজের আওয়াজে তার হার্ট অ্য়াটাক হয়েছে।
পরিবার সূত্রে খবর, বিয়ে বাড়িতে তারস্বরে ডিজে বাজছিল। একেবারে কান ঝালাপালা হওয়ার জোগাড়। আর সেই বিয়ে বাড়িতে ওই ডিজের সামনে ঠায় বসতে থাকতে গিয়ে অসুস্থ বোধ করেন পাত্র।এরপরই বিয়ের পিঁড়িতে বসেই লুটিয়ে পড়েন বর।
মৃতের নাম সুরেন্দ্র কুমার। বয়স ২২ বছর। তিনিও সীতামারি গ্রামের বাসিন্দা।চারদিকে বিয়ে বাড়ির আনন্দ। আনন্দে ভেসে যাচ্ছে গোটা এলাকা। পাত্রের বাড়ির লোকজনও বিয়ে বাড়িতে এসেছিলেন। এরপর বর কনেও বিয়ের আসরে আসেন। দুজনে মালাবদল করেন। শুভ দৃষ্টিও হয়। আর তারপরেই বিপত্তি।
আসলে মালাবদলের পরেই শুরু হয় তারস্বরে ডিজে। তার সঙ্গেই শুরু হয়ে যায় উদ্দাম নাচ। এলাকার যুবকরা একেবারে হাত পা ছুঁড়ে নাচতে শুরু করেন। স্থানীয়রা জানিয়েছেন, ডিজের তীব্র শব্দ নিয়ে আপত্তি জানাচ্ছিলেন বর। বার বার তিনি বলছিলেন শব্দ কমানোর জন্য। কিন্তু তাদের দাবি মেনে ডিজের বাজনা কমানো হয়নি। উলটে আরও জোরালোভাবে নাচাগানা শুরু হয়ে যায়। তার সঙ্গে চলে শব্দ দৈত্যের দাপাদাপি। তার জেরে চরম সমস্যায় পড়েন বর। ক্রমে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপরই বিয়ের আসরের মধ্য়েই তিনি লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাঁকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার গ্রামে তার শেষকৃত্য় করা হয়েছে। কিন্তু কেন এমন হল?
আসলে বিশেষজ্ঞদের মতে, আসলে ডিজের শব্দে তিনি অসুস্থ হয়ে পড়়েছিলেন। অনেকেরই এটা হয়। একটা সময় বিয়েবাড়িতে শুধু সানাই বাজত। হালকা গান বাজত। কিন্তু গোটা বিষয়টি বদলে গিয়েছে বর্তমানে। বিয়ে বাড়িতে বর্তমানে ডিজে বাজছে। আর সেই ডিজের আওয়াজে অসুস্থ হয়ে পড়েন বর। আর তারপরই হার্ট অ্য়াটাক হয়ে যায় বরের।
বিহার স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রাক্তন প্রফেসর শচীন্দ্র নারায়ণ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,একটা সময় বিয়ে বাড়িতে আতিথেয়তাটাই ছিল প্রধান। তবে বর্তমানে সেসব দূরে চলে গিয়েছে। এখন ডিজেটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে।