কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আমেরিকা সফরে যাচ্ছেন। কিন্তু তার আগেই চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। এই কথা শিবকুমারের কানেও পৌঁছয়। আর তারপরই প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী যে, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর। সংবাদমাধ্যম অযথা যেন জল্পনা না ছড়ায় সেই আবেদনও করেছেন শিবকুমার। আর যে খবর ছড়িয়ে বৈঠক নিয়ে তা তিনি খারিজ করে দিয়েছেন।
কদিন ধরেই কর্নাটকের স্থানীয় কিছু সংবাদমাধ্যম খবর সম্প্রচার করে যে, আমেরিকা সফরে গিয়ে ডিকে শিবকুমার সেখানকার গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তার মধ্যে রয়েছে কমলা হ্যারিস এবং বারাক ওবামা। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। এই খবর শিবকুমারের কানে যেতেই এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ‘আমার আমেরিকা সফর নিয়ে ইতিমধ্যেই প্রচুর গুজব ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ে আমি বলতে চাই, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। এই সফরে না আছে কোনও রাজনৈতিক উদ্দেশ্য, না আছে কোনও রাজনৈতিক আমন্ত্রণ। আমি সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে এমন গুজব ছড়াবেন না।’
এই বার্তা দেওয়ার পর গুজবের ঢেউ আর আছড়ে পড়েনি। তবে সেটি জারি আছে। অল্প হলেও কিছু জায়গায় এমন আলোচনা হচ্ছে। তাই শিবকুমারের বার্তা, ‘আমি আমার পরিবারের সঙ্গে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় ভ্রমণ করব। সংবাদমাধ্যমের খবর ভুল। এটি একটি ব্যক্তিগত সফর। মিডিয়া রিপোর্ট বলছে, আমি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করছি। সেটা ভুল। এটি একটি ব্যক্তিগত সফর।’ এই সফর নিয়ে শিবকুমার চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। সেখানে তিনি লিখেছেন, ‘আমি ৮ সেপ্টেম্বর ওয়াশিংটন যাচ্ছি এবং ১৬ সেপ্টেম্বর ফিরে আসব। এটা আমার ব্যক্তিগত সফর।’ তা নিয়েই ছড়িয়ে পড়ে গুজব থেকে গুঞ্জন।
আরও পড়ুন: ‘গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন’, আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ খুললেন মোহন ভাগবত
এবার কেন্দ্রীয় মন্ত্রীকেও বার্তা দিয়েছেন ডিকে শিবকুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার বলেন, ‘আমি গণেশ চতুর্থীর দিন করজোড়ে প্রহ্লাদ যোশীকে আবেদন করছি মহাদাহি প্রকল্প এবং তার তহবিলের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হোক। আমি ১৫ দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি। আর সর্বদলীয় বৈঠক ডাকার কথাও তাঁকে জানিয়েছি। যাতে তিনি এই প্রস্তাব মানেন। আমরা সেখানে আলোচনা করব মহাদাহির জন্য আমাদের লড়াইয়ের চরিত্র কেমন হবে।’