বাংলা নিউজ > ঘরে বাইরে > Christopher Columbus: 'ডিএনএ পরীক্ষায় ৫০০ বছরের রহস্য ভেদ', স্পেনের ক্যাথিড্রাল অফ সেভিলেই শায়িত রয়েছেন কলম্বাস!

Christopher Columbus: 'ডিএনএ পরীক্ষায় ৫০০ বছরের রহস্য ভেদ', স্পেনের ক্যাথিড্রাল অফ সেভিলেই শায়িত রয়েছেন কলম্বাস!

স্পেনের ক্যাথিড্রাল অফ সেভিলে ক্রিস্টোফার কলম্বাস মিউজিয়ামে মানুষের ভিড় (রয়টার্স)

ইতিহাস বলছে, ১৫০৬ খ্রিস্টাব্দে প্রয়াত হন মহান অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস। যদিও তাঁর দেহাবশেষের অন্তিম অবস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বিতর্ক ছিল। কিন্তু, এবার আধুনিক বিজ্ঞান কলম্বাসকে নিয়ে চলে আসা এই রহস্যের নিখুঁত কিনারা করে দিল।

ফরেনসিক বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির কল্যাণে ৫০০ বছরের প্রাচীন এক রহস্যের কিনারা করা সম্ভব হল। স্পেনের ক্যাথিড্রাল অফ সেভিলে মানব দেহের যে অবশেষ পাওয়া গিয়েছিল, তা যে প্রখ্যাত ভূ-পর্যটক তথা আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসেরই দেহাবশেষ, তা নিয়ে আর কোনও সংশয় রইল না।

দ্য ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই রহস্যের কিনারা করতে প্রায় ২০ বছর ধরে গবেষণা চালানো হয়েছে। ফরেনসিক বিজ্ঞানীরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন, ওই দেহাবশেষ ক্রিস্টোফার কলম্বাস ছাড়া আর কারও হতে পারে না।

ইতিহাস বলছে, ১৫০৬ খ্রিস্টাব্দে প্রয়াত হন মহান অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস। যদিও তাঁর দেহাবশেষের অন্তিম অবস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বিতর্ক ছিল। কিন্তু, এবার আধুনিক বিজ্ঞান কলম্বাসকে নিয়ে চলে আসা এই রহস্যের নিখুঁত কিনারা করে দিল।

ফরেনসিক বিজ্ঞানীরা ক্রিস্টোফার কলম্বাসের উত্তরাধিকারী এবং তাঁর আত্মীয়দের বর্তমান প্রজন্মের সদস্যদের দেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেন। তারপর সেই নমুনাগুলি স্পেনের ওই ক্যাথিড্রালে রাখা দেহাবশেষ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। তাতেই মেলে সাফল্য। দেখা যায়, প্রাচীন ওই নমুনার সঙ্গে এখনকার নমুনাগুলি সম্পূর্ণ ১০০ শতাংশ মিলে গিয়েছে। যাকে বিজ্ঞানীরা বলছে, 'পারফেক্ট ম্যাচ'।

আসলে কলম্বাসকে ঠিক কোন জায়গায় সমাধিস্থ করা হয়েছিল, তা নিয়ে এত দিন ইতিহাসবিদদের মধ্যে নানা তর্ক-বিতর্ক চলেছে। তার কারণ হল, মৃত্যুর পর কলম্বাসের দেহ বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই কারণেই সমস্যা তৈরি হয়েছিল। এত দিনে যার সমাধান করা সম্ভব হল।

সংশ্লিষ্ট ফরেনসিক বিজ্ঞানীদের দলের নেতৃত্বে ছিলেন মিগুয়েল লোরেনতে। তিনি এই প্রসঙ্গে বলেন, 'আজ, নতুন প্রযুক্তির মাধ্যমে এই রহস্যের কিনারা করা সম্ভব হয়েছে। এত দিন শুধুমাত্র একটা ধারণা করা হত যে স্পেনের ক্যাথিড্রাল অফ সেভিলে যে দেহাবশেষ রয়েছে, তা ক্রিস্টোফার কলম্বাসের। এবার সেটাই প্রমাণিত হয়ে গেল।'

স্পেনের ক্যাথিড্রাল অফ সেভিলে যে সমাধিটি রয়েছে, তাকে ঘিরে ঐতিহাসিক ও গবেষকদের আগ্রহ চিরকালের। তাঁদের অধিকাংশেরই বিশ্বাস ছিল, ওই সমাধির নীচে শতাব্দী প্রাচীন যে দেহাবশেষটি তার অন্তিম শয্যায় শায়িত রয়েছে, তা ক্রিস্টোফার কলম্বাসেরই।

কিন্তু, ২০০৩ সালের আগে পর্যন্ত এই ধারণাকে বিজ্ঞানের প্রামাণ্য ভিত্তিতে দাঁড় করানোর কোনও উপায় ছিল না। শেষমেশ ২০০৩ সালে মিগুয়েল ও তাঁর সহকর্মীরা ওই সমাধি খুলে সংশ্লিষ্ট দেহাবশেষটি থেকে নমুনা সংগ্রহ করতে সমর্থ হন এবং তারপরই শুরু হয় এক সুদীর্ঘ গবেষণার কাজ।

কারণ, সেই সময়েও ডিএনএ প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না। ফলে গবেষক ও বিজ্ঞানীদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায়।

উল্লেখ্য, স্পেনের এই ক্যাথিড্রালেই রয়েছে ক্রিস্টোফার কলম্বাসের ভাই দিয়েগো এবং ছেলে হেরানদোর সমাধি। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে বিজ্ঞানীরা সেগুলি থেকেও নমুনা সংগ্রহ করেন, এবং তা বাকি সমস্ত নমুনার সঙ্গে মিলিয়ে দেখেন। প্রত্যেকটি ক্ষেত্রেই 'পারফেক্ট ম্য়াচ' পেয়েছেন তাঁরা।

এই দীর্ঘ গবেষণা প্রসঙ্গে আমজনতাকে অবহিত করতে স্পেনের সরকারি টেলিভিশন চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে, 'কলম্বাস ডিএনএ: দ্য জেনুইন ওরিজিন'।

পরবর্তী খবর

Latest News

‘পার্টির লোকেদের গোয়ালঘর দেখিয়ে ৩টে করে বাড়ি নয়, BJP এলে পাবেন ৩ লাখি বাড়ি’ থুতনি বেয়ে ঝরছে রক্ত! অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে জটিল রোগের চিকিৎসা কলকাতায় জনপ্রিয় অভিনেতা, তাও ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন মাধবন! কেন? মমতার দল ছেড়ে ‘আপে যোগ দিচ্ছেন?’ সত্যিটা জানালেন দেবাংশু ‘আমার নাম ব্য়বহার করে….’, মুক্তির আগে ১০ই জুন থেকে সরলেন সৌমিতৃষা! কী কারণ? আগামিকাল কেমন কাটবে মেষ থেকে মীনের? রইল ১৩ ফেব্রুয়ারি ২০২৫র রাশিফল Video-বাভুমাকে ঘিরে অভব্যতা পাক ক্রিকেটারদের! আম্পায়ারদের কাছে ধমক খেলেন রিজওয়ান ICC CT 2025: দুবাই রওনা হওয়ার আগে ফর্মে বিরাট কোহলি! কেন খুশি নন কেভিন পিটারসেন? প্রিয়জনকে কেন ভ্যালেনটাইন বলে ডাকা হয়? এক প্রেমিকের চিঠি থেকেই শুরু এই রীতির শেষের কবিতা! বাজেটের শেষে মমতার কবিতা পাঠ চন্দ্রিমার, ‘জাগবে যৌবন নতুন সুরে….’

IPL 2025 News in Bangla

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.