বাংলা নিউজ > ঘরে বাইরে > চপার পালকিতে চেপে বিয়ে করতে গেলেন কলকাতার ডাক্তারবাবু, ভাড়া কত পড়ল?

চপার পালকিতে চেপে বিয়ে করতে গেলেন কলকাতার ডাক্তারবাবু, ভাড়া কত পড়ল?

এভাবেই চপার পালকিতে চেপে বিয়ে করতে যান পাত্র। হিন্দুস্তান টাইমস

পাত্র বলেন, বাবা চাইতেন চপারে চেপে আমি বিয়ে করতে যাই। এরপর সেই চপারেই পাত্রীকে চাপিয়ে নিয়ে আসি। বাবার শেষ ইচ্ছা পূরণ করেছি আমি। স্ত্রী, মা আর আমার বাবার ছবি নিয়ে আমি চপারে চেপেছিলাম।

বাবার ইচ্ছা পূরণ বলে কথা। চপারে চেপেই বিয়ে করতে গেলেন কলকাতার চিকিৎসক।

আস্ত চপার হয়ে গেল পালকি। আর সেই চপার পালকি চড়ে বিয়ে করতে গেলেন চিকিৎসক বর। আদপে তিনি বিহারের বাসিন্দা। নিউ দিল্লি থেকে ২০ লাখ টাকা দিয়ে ওই চপার পালকি ভাড়া করেছিলেন তিনি। শুক্রবার পটনার ফুলওয়ারিতে বিয়ে করতে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী চিকিৎসক ডাঃ প্রভাত কুমার। 

কলকাতার সাগরদত্ত হাসপাতালে চিকিৎসক হিসাবে তিনি কর্মরত। বাবা রামানন্দ সিংয়ের শেষ ইচ্ছা মতোই তিনি চপার ভাড়া করেছিলেন। গত বছর রক্তে সংক্রমণের জেরে বাবার মৃত্য়ু হয়েছিল। ছেলের এনগেজমেন্টের দিন দুয়েক পরেই মৃত্যু হয়েছিল তাঁর। আর বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই ছেলের এই উদ্যোগ।

পাত্রের বাড়ি ফুলওয়াড়ি মহকুমা এলাকায়।আর পাত্রী ওই একই মহকুমায় মিত্র মণ্ডল কলোনি এলাকায় থাকেন। দুই বাড়ির মধ্যে দূরত্ব মাত্র ১০ কিমি। আর সেই ১০ কিমি পথই বর এলেন আকাশপথে।

পাত্র বলেন, বাবা চাইতেন চপারে চেপে আমি বিয়ে করতে যাই। এরপর সেই চপারেই পাত্রীকে চাপিয়ে নিয়ে আসি। বাবার শেষ ইচ্ছা পূরণ করেছি আমি। স্ত্রী, মা আর আমার বাবার ছবি নিয়ে আমি চপারে চেপেছিলাম। বাবার শেষ ইচ্ছা পূরণই আমার কাছে বড়কথা। ২০ লাখ টাকা দিয়ে চপার ভাড়া করাটা আমাদের কাছে বড় কিছু নয়।

প্রভাত কুমারের ছোট ভাই ডাঃ রাজীভ কুমার। তিনি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালের চিকিৎসক। দাদা সঞ্জীব কুমার ব্যবসায়ী।

 

বন্ধ করুন