বাংলা নিউজ > ঘরে বাইরে > UP Health Center Blackout: অন্ধকারে ডুবল কানপুরের স্বাস্থ্যকেন্দ্র, মোবাইলের আলোয় দুর্ঘটনায় আহতদের পরিষেবা!

UP Health Center Blackout: অন্ধকারে ডুবল কানপুরের স্বাস্থ্যকেন্দ্র, মোবাইলের আলোয় দুর্ঘটনায় আহতদের পরিষেবা!

আঁধারেই রোগীদের চিকিৎসা!

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ওই স্বাস্থ্যকেন্দ্রে দু'টি জেনারেটর আছে ঠিকই। কিন্তু, সেগুলি ব্যবহারই করা হয় না! যার ফলে চিকিৎসকরা এভাবে ঝুঁকি নিয়েই কাজ করতে বাধ্য হচ্ছেন।

দু-দু'টো পেল্লায় জেনারেটর রয়েছে। তারপরও আপৎকালীন পরিস্থিতিতে ভরসা মোবাইলের ফ্ল্যাশ লাইট! আর সেই আলোতেই গুরুতর জখম রোগীদের চিকিৎসা করলেন চিকিৎসকরা! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে।

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কানপুরের একেবারে প্রত্যন্ত এলাকায় রয়েছে ওই কমিউনিটি হেল্থ সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্র। বৃহ্স্পতিবার ওই এলাকায় লোডশেডিং হয়ে যায়। ফলে স্বাস্থ্যকেন্দ্রটিও কার্যত অন্ধকারে ডুবে যায়। অথচ, সেখানে নাকি দু'টি জেনারেটর আছে! কিন্তু, প্রয়োজনের সময় সেই জেনারেটরের কোনও ভূমিকা দেখা যায়নি।

এদিকে, এরই মধ্যে ওই এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম রোগীদের তড়িঘড়ি নিয়ে আসা হয় এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু, সেখানে তখন ঘোর অন্ধকার। ফলত, মোবাইলের টর্চ বা ফ্ল্যাশ লাইট জ্বেলেই শুরু হয় রোগীদের চিকিৎসা। চিকিৎসকরা এভাবেই কোনও মতে নিজেদের দায়িত্ব পালন করতে বাধ্য হন।

সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটেছে কানপুরের সিকান্দ্রা কমিউনিটি হেল্থ সেন্টারে। সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চারিদিক অন্ধকার। তার মধ্যেই কয়েকজন স্বাস্থ্যকর্মী মোবাইলের আলো জ্বালিয়ে রেখেছেন। আর সেই আলোয় রোগীদের চিকিৎসা করছেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ওই স্বাস্থ্যকেন্দ্রে দু'টি জেনারেটর আছে ঠিকই। কিন্তু, সেগুলি ব্যবহারই করা হয় না! যার ফলে চিকিৎসকরা এভাবে ঝুঁকি নিয়েই কাজ করতে বাধ্য হচ্ছেন।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, যে সময় এই ঘটনা ঘটেছে, তার কিছুক্ষণ আগেই সিকান্দ্রায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। তাতে দুই শ্রমিককে প্রাণ হারাতে হয়। গুরুতর জখম হন আরও ১৩ জন। আহতদের ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পর্যাপ্ত আলো না থাকা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের পরিষেবা প্রদান করেন।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণ কুমার সিং কার্যত এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর সাফ কথা, কেন প্রয়োজনের সময় দু'টি জেনারেটর এবং সংশ্লিষ্ট ইনভার্টার সিস্টেম চালু করা হল না, তা খতিয়ে দেখে অবিলম্বে রিপোর্ট জমা করতে হবে।

যদিও তাঁকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে এও লেখা হয়েছে, 'ওই স্বাস্থ্যকেন্দ্রের দু'টি জেনারেটর রয়েছে, ইনভার্টার সিস্টেম রয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্যই তো এই ব্যবস্থা। জরুরি বিভাগ, লেবার রুম এবং ওপিডি সেকশনে এই ব্যবস্থাপনা রয়েছে। আমি ওখানকার চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ওই ইনভার্টার বেশ কিছুক্ষণ চলার পর আচমকাই বন্ধ হয়ে যায়। পরে সেটা ঠিক করা হয়। ওখানে সব ব্যবস্থা রয়েছে।'

পরবর্তী খবর

Latest News

অস্ট্রেলিয়ায় দেরিতে ট্রেনিং শুরু করায় মর্নি মর্কেলকে তিরস্কার গৌতম গম্ভীরের! Champions Trophyর আগে টেস্ট সিরিজ! তাই ওয়ান ডে ম্যাচ আয়োজনের চেষ্টায় অজি বোর্ড পরকীয়ায় জড়িয়ে স্ত্রীর সঙ্গে এ কী করলেন ৭০ বছরের বৃদ্ধ, শুনলে হেঁট হবে মাথা নায়ক বদল করেও লাভ হল না, থামতে চলেছে জলসার অন্যতম জনপ্রিয় মেগা, শনিবার শেষ শ্যুট চেন্নাইয়িন ম্যাচের আগে বিদ্রোহ মহমেডানে! বকেয়া না পাওয়ায়, মাঠে না নামার হুমকি ৮০ বলে ১৩৫ রান স্মৃতির, ভেঙে দিলেন হরমনের রেকর্ড, দারুণ সেঞ্চুরি রাওয়ালেরও ২৬বছরের ছোট মেয়েকে ২য় বিয়ে,বউ ধর্মান্তরিত হতেই সাহিল বলছেন ‘আমি গর্বিত ও ইসলাম…' ‘‌স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই’‌, ফলতা থেকে কড়া বার্তা সাংসদ অভিষেকের 2026 বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো? স্পষ্ট জানিয়ে দিলেন সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ! কেউকেটা ভাবা নেতাদের কপালে বিপদ আছে! ওয়ার্নিং অভিষেকের, সিপিএমের থেকে কী শিখলেন?

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.