বাংলা নিউজ > ঘরে বাইরে > Doctor's OPD Notice: শরীরে অস্বস্তি হলে গুগলে রোগ সার্চ করে তারপর চিকিৎসকের কাছে যান কি? তাহলে এই পোস্টটি দেখুন

Doctor's OPD Notice: শরীরে অস্বস্তি হলে গুগলে রোগ সার্চ করে তারপর চিকিৎসকের কাছে যান কি? তাহলে এই পোস্টটি দেখুন

 ভাইরাল হল চিকিৎসকের ওপিডি নোটিস। ছবি সৌজন্য গেটি ইমেজেস) (HT_PRINT)

চিকিৎসককে দেখানোর পরও সমস্ত ওষুধ নির্দিষ্ট সময় ধরে খাওয়া উচিত কি না, বা সব ওষুধ খাওয়া দরকার কি না, তা নিয়ে খুঁতখুঁতানিও অনেকের থাকে। অনেকে নিজেই একটু চিকিৎসা করে নিতে ভালবাসেন! আর সেই সমস্ত অভ্যাস সাধারণত চিকিৎসকদের পছন্দ হয় না। প্রেসক্রিপশনে ওষুধ লেখার পরও অনেকে নিদের ইচ্ছা মতো ওষুধ খেয়ে থাকেন। আর তাতেই অনেক চিকিৎসক ক্ষুব্ধ হন।

শরীরে অস্বস্তি হলে আগেই কি উপসর্গ গুলির নাম দিয়ে গুগলে সার্চ করে নেন একবার? তারপর কি যান ডাক্তারের কাছে? এমন অভ্যাস অনেকেরই আছে। আর এই অভ্যাস সহ ডাক্তারের চেম্বারে আসা অনেক রোগীরই নানান অদ্ভূত রকমের অভ্যাস রয়েছে রোগ নির্ণয় ঘিরে। আর তা নিয়েই এক চিকিৎসকের ওপিডির নোটিস হয়েছে ভাইরাল।

চিকিৎসককে দেখানোর পরও সমস্ত ওষুধ নির্দিষ্ট সময় ধরে খাওয়া উচিত কি না, বা সব ওষুধ খাওয়া দরকার কি না, তা নিয়ে খুঁতখুঁতানিও অনেকের থাকে। অনেকে নিজেই একটু চিকিৎসা করে নিতে ভালবাসেন! আর সেই সমস্ত অভ্যাস সাধারণত চিকিৎসকদের পছন্দ হয় না। প্রেসক্রিপশনে ওষুধ লেখার পরও অনেকে নিদের ইচ্ছা মতো ওষুধ খেয়ে থাকেন। আর তাতেই অনেক চিকিৎসক ক্ষুব্ধ হন। এই সমস্যা থেকে 'উদ্ধার' হতে এক চিকিৎসক সদ্য তাঁর ওপিডির নোটিসে মজাদার ছলে সাফ কথা জানিয়ে দিয়েছেন! তাঁর ওপিডির পোস্টে লেখা রয়েছে, রোগ তিনি নির্ণয় করলে আর তাঁরই চিকিৎসায় থাকলে ফি ২০০ টাকা। এরপর তিনি লিখছেন, 'রোগ নির্ণয় আমার, আর চিকিৎসা যদি আপনার হয়- ৫০০ টাকা। গুগল সার্চ করে আপনার সন্দেহ-১০০০ টাকা, আপনার রোগ নির্ণয়, আমার চিকিৎসা-১৫০০ টাকা, আপনার রোগ নির্ণয়, আপনার চিকিৎসা ২০০০ টাকা।' গরমে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করছেন না তো! জানুন কোন কোন মশলা ক্ষতিকর এখন

এই পোস্টে ওই চিকিৎসক স্পষ্ট করেছেন যে, রোগ ধরতে পারলে ওই চিকিৎসক ২০০ টাকা নেন। কোনও রোগী নিজের খেয়ালে, ইচ্ছায় চিকিৎসা করাতে চাইলে তিনি ৫০০ টাকা নেন। কেউ যদি শরীরের অস্বস্তি অনুযায়ী গুগলে রোগের উপসর্গ সার্চ করে জেনে চিকিৎসকের কাছে যান, তাহলে ১০০০ টাকা ফি, আর নিজেই কোনও রোগী চিকিৎসা করে নিজেই রোগ নির্ণয় করে নিলে ২০০০ টাকা ফি। এমন মজাদার পোস্ট সোজা সাপ্টা ভাষায় লিখে ওপিডির নোটিসে রেখেছেন এক চিকিৎসক। আর সেই নোটিসই এখন ভাইরাল।

বন্ধ করুন