বাংলা নিউজ > ঘরে বাইরে > Bengaluru: ব্যক্তি গিলে ফেলেছিলেন ১৮৭ টি কয়েন! অস্ত্রোপচার করে পেট থেকে বের করলেন চিকিৎসকরা

Bengaluru: ব্যক্তি গিলে ফেলেছিলেন ১৮৭ টি কয়েন! অস্ত্রোপচার করে পেট থেকে বের করলেন চিকিৎসকরা

রোগীর পেট থেকে উদ্ধার হওয়া কয়েন।

শনিবার তাঁর পেটে ব্যথা শুরু হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে লিঙ্গসুগুরের বাগালকোটের এস নিজলিঙ্গপ্পা মেডিক্যাল কলেজের অন্তর্গত হাঙ্গল শ্রী কুমারেশ্বর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর পেটের এক্স-রে এবং এন্ডোস্কোপি করে যা দেখতে পান তাতে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে চিকিৎসকদের।

এক ব্যক্তির পেট থেকে চিকিৎসকরা একের পর এক বের করলেন ১৮৭টি ভারতীয় কয়েন! ঘটনাটি কর্ণাটকের রায়চুর জেলার লিঙ্গসুগুরের। এমন ঘটনায় বিস্মিত চিকিৎসক থেকে শুরু করে সকলেই। কীভাবে ওই ব্যক্তির পেটের ভেতরে এতগুলি কয়েন গেল তা ভেবেই কার্যত হতবাক চিকিৎসকরা। ৫৮ বছর বয়সি ওই ব্যক্তির নাম দিয়ামাপ্পা হরিজন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার তাঁর পেটে ব্যথা শুরু হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে লিঙ্গসুগুরের বাগালকোটের এস নিজলিঙ্গপ্পা মেডিক্যাল কলেজের অন্তর্গত হাঙ্গল শ্রী কুমারেশ্বর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর পেটের এক্স-রে এবং এন্ডোস্কোপি করে যা দেখতে পান তাতে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে চিকিৎসকদের। তাঁরা দেখেন ওই রোগীর পেটে ১৮৭ টি কয়েন রয়েছে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তাঁর পেট থেকে ৫৬ টি ৫ টাকার কয়েন, ২ টাকার কয়েন ৫১টি এবং ৮০ টি ১ টাকার কয়েন বের করেন চিকিৎসকরা। যার মোট ওজন ছিল ১.৫ কেজি।

তাঁর অস্ত্রোপচার করেন ডা. ঈশ্বর কালাবুর্গী প্রকাশ কাট্টিমনি, রূপা হুলাকুন্ডে এবং এ অর্চনা। ডা. ঈশ্বর কালাবুর্গী জানান, ‘ওই রোগী মানসিক সমস্যায় ভুগছিলেন। এই রোগের নাম হল সিজোফ্রেনিয়া। তার জেরে গত দুই-তিন মাস ধরে তিনি এই সমস্ত কয়েন গিলে ফেলেছিলেন নিজের অজান্তেই। বমি ও পেটে যন্ত্রণা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা একটি এক্স-রে এবং এন্ডোস্কোপি করে তাঁর পেটে কয়েন দেখতে পায়। তাই আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।’

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করা কঠিন ছিল। খুব সুক্ষ্মভাবে তাঁর পেট থেকে সমস্ত কয়েন বের করা হয়েছে। দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর সব কয়েন উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগী স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন। চিকিৎসকরা জানান, যেহেতু রোগী সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন এই অবস্থায় রোগীরা জানেন না তারা কী করছেন। এগুলি বিরল ঘটনা।

বন্ধ করুন