সম্প্রতি আনন্দ মাহিন্দ্রাকে এই প্রশ্নই করেন এক টুইটার ব্যবহারকারী। অক্ষত সোনি নামের ওই ব্যক্তি জানতে চান, আনন্দ মাহিন্দ্রা নিজের কোম্পানির ছাড়া অন্য গাড়ি চালান কিনা।
Mahindra-র চেয়ারম্যান নিজে কোন গাড়ি চড়েন? সম্প্রতি আনন্দ মাহিন্দ্রাকে এই প্রশ্নই করেন এক টুইটার ব্যবহারকারী। অক্ষত সোনি নামের ওই ব্যক্তি জানতে চান, আনন্দ মাহিন্দ্রা নিজের কোম্পানির ছাড়া অন্য গাড়ি চালান কিনা।
'স্যার, আপনি কি মাহিন্দ্রা ছাড়া অন্য গাড়ি চালান?' বুদ্ধি করে জবাব দিলেন আনন্দ মাহিন্দ্রা। তিনি বললেন, 'মানে? মাহিন্দ্রা ছাড়া আরও গাড়ি হয়? আমার ধারণা ছিল না'। শেষে অবশ্য 'মজা করছি,' জানিয়ে দেন তিনি।
You mean there are cars other than Mahindra?? I had no idea… 😃 (just kidding..) https://t.co/pfz6oXdwIw
'স্যার, আপনি কি মাহিন্দ্রা ছাড়া অন্য গাড়ি চালান?' বুদ্ধি করে জবাব দিলেন আনন্দ মাহিন্দ্রা। তিনি বললেন, 'মানে? মাহিন্দ্রা ছাড়া আরও গাড়ি হয়? আমার ধারণা ছিল না'। শেষে অবশ্য 'মজা করছি,' জানিয়ে দেন তিনি।
|#+|
অন্য একজন টুইটার ব্যবহারকারী তাঁর মাহিন্দ্রা থারে আনন্দ মাহিন্দ্রাকে চড়াবেন বলে প্রতিশ্রুতি দেন। সেটিরও রিপ্লাই করেন আনন্দ।
'স্যার, আপনি কি মাহিন্দ্রা ছাড়া অন্য গাড়ি চালান?' বুদ্ধি করে জবাব দিলেন আনন্দ মাহিন্দ্রা। তিনি বললেন, 'মানে? মাহিন্দ্রা ছাড়া আরও গাড়ি হয়? আমার ধারণা ছিল না'। শেষে অবশ্য 'মজা করছি,' জানিয়ে দেন তিনি।
অন্য একজন টুইটার ব্যবহারকারী তাঁর মাহিন্দ্রা থারে আনন্দ মাহিন্দ্রাকে চড়াবেন বলে প্রতিশ্রুতি দেন। সেটিরও রিপ্লাই করেন আনন্দ।