বিশ্বের সবচেয়ে লম্বা ফ্রিসবি ক্যাচের রেকর্ড ভাঙল একটি কুকুর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ক্লিপটি ২০২১ সালের ২৩ অক্টোবরের। সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের আলবার্টার ম্যাকমোহন স্টেডিয়ামে রাগবির খেলা চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে রাগবির(ওঁরা বলেন ফুটবল) হাফটাইমে সাধারণত কোনও শো হয়। সেটা কোনও ছোটওখাটো মজার কম্পিটিশন হতে পারে। আবার কেউ সবার সামনে কোনও রেকর্ড ভাঙার চেষ্টাও করতে পারেন। সেদিনও তেমনটাই হয়েছিল।
ফ্রিসবি রব এবং সেলর। কুকুর-মালিকের এই জুটিও এদিন প্রস্তুত ছিলেন। তাঁরা আগে থেকেই জানিয়েছিলেন নিজেদের পরিকল্পনার কথা। বিশ্বের সবচেয়ে লম্বা ফ্রিসবি ক্যাচের রেকর্ড ভাঙবেন তাঁরা।
যেমন ভাবনা, তেমন কাজ। হাফ টাইম হতেই মালিক-পোষ্য চলে আসেন মাঠে। তারপর সজোরে ছুঁড়ে দেওয়া হয় ফ্রিসবি। দ্রুত বেগে ১০৯ গজ দৌড়ে ফ্রিসবিটি লুফে নেয় কুকুরটি। উত্তেজনায় হই-হই করে ওঠে স্টেডিয়ামের ২১ হাজার দর্শক।
দেখুন সেই ভিডিয়ো:
আপনার এই ভিডিয়ো কেমন লাগল? জানান আপনার ভাবনা, আমাদের সোশ্যাল মিডিয়ার কমেন্টে।