বাংলা নিউজ > ঘরে বাইরে > Dog bytes little boy in lift: লিফ্টে শিশুর গায়ে ফের কামড় কুকুরের! ১০ হাজার টাকা জরিমানা পোষ্যের অভিভাবকের

Dog bytes little boy in lift: লিফ্টে শিশুর গায়ে ফের কামড় কুকুরের! ১০ হাজার টাকা জরিমানা পোষ্যের অভিভাবকের

নয়ডায় কুকুরের আতঙ্ক।

এই ঘটনা ঘটে যায় একটি বিল্ডিংয়ের ভিতরে। গোটা ঘটনার দৃশ্য একটি ভিডিয়োতে ধরা পড়েছে। সিসিটিভি ক্যামেরায় ওঠা এই ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে ইন্টারনেট মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, সম্ভবত নিজের কোনও পরিচিত মহিলার সঙ্গে ওই ছোট্ট শিশুটি লিফ্টে ওঠে। সেখানে পাশেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি।

আগে ঘটে ছিল গাজিয়াবাদে। এখন নয়ডায়। সদ্য লিফ্টে আরএ এক শিশুকে পোষ্য কুকুরের কামড়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। এবার ঘটনা গ্রেটার নয়ডায়।উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় ‘লা রেসিডেন্সিয়া’ হাউজিংয়ে এই ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে ছোট্ট ওই শিশুটিকে ইংজেকশন দেওয়া হয়েছে।

এই ঘটনা ঘটে যায় একটি বিল্ডিংয়ের ভিতরে। গোটা ঘটনার দৃশ্য একটি ভিডিয়োতে ধরা পড়েছে। সিসিটিভি ক্যামেরায় ওঠা এই ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে ইন্টারনেট মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, সম্ভবত নিজের কোনও পরিচিত মহিলার সঙ্গে ওই ছোট্ট শিশুটি লিফ্টে ওঠে। সেখানে পাশেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে ছিল একটি কুকুর। সেই পোষ্য কুকুরটিই কামড় বসিয়ে দেয় শিশুর দেহে। কার্যত কামড় বসিয়ে তা ছাড়তেও চায়না সে। এই ভয়াবহ ঘটনা ভিডিয়ো বন্দি হতেই তা ছড়িয়ে দেয় আতঙ্ক। এই পরিস্থিতিতে উঠে আসে সদ্য নয়ডায় যে বিধির কথা বলেছে প্রশাসন তার প্রসঙ্গ। গ্রেটার নয়ডার টেকনোজোনে এই কুকুরের কামড়ে আহত ৬ বছরের শিশুকে কামড়ের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তারপরই গ্রেটার নয়ডা অথরিটির তরফে নিয়ম অনুযায়ী কুকুরের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গিয়েছে ছোট্ট ওই শিশুটিকে নিয়ে কুকুরের কামড়ের পরই হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা মা। হাসপাতালে গিয়ে জানা যায়, শিশুটিকে দুবার কামড়ে দিয়েছে কুকুরটি। মুহূর্তে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। খবর যায় নয়ডা অথরিটির কাছে। তাঁরাই নেন ব্যবস্থা। নয়ডা প্রশাসন জানিয়ে দিয়েছে ৭ দিনের মধ্যে দিতে হবে জরিমানা। প্রসঙ্গত,গাজিয়াবাদ ও নয়ডা এলাকায় এমনভাবে কুকুরের হামলার বহু ধরনের ঘটনার কথা শোনা যেতে শুরু করেছে সদ্য।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন