বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka: সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে সদ্যোজাতর দেহ মুখে করে নিয়ে ছুটল কুকুর

Karnataka: সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে সদ্যোজাতর দেহ মুখে করে নিয়ে ছুটল কুকুর

সদ্যোজাতকে নিয়ে গেল কুকুর। প্রতীকী ছবি

শনিবার সকাল ৭টার নাগাদ কুকুরটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় কুকুরটির মুখে মৃত সদ্যোজাতকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তারক্ষীরা কুকুরটিকে তাড়া করে। সদ্যোজাতকে কোনওভাবে কুকুরের মুখ থেকে উদ্ধার করতে সক্ষম হন নিরাপত্তারক্ষীরা।

সদ্যোজাতকে মুখে করে নিয়ে ছুটে বেড়াচ্ছে একটি কুকুর! এমনই হাড় হিম করা এবং নজিরবিহীন ঘটনা ঘটল কর্ণাটকের শিবমোগা জেলার একটি সরকারি হাসপাতালে। ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের কাছে একটি একটি নবজাতকের মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা যায় একটি কুকুরকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনায় হাসপাতালের অন্যান্য প্রসূতিদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এরকম দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। কুকুরটি কোথা থেকে থেকে পেল সদ্যোজাতের দেহ তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার নাগাদ কুকুরটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় কুকুরটির মুখে মৃত সদ্যোজাতকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তারক্ষীরা কুকুরটিকে তাড়া করে। সদ্যোজাতকে কোনওভাবে কুকুরের মুখ থেকে উদ্ধার করতে সক্ষম হন নিরাপত্তারক্ষীরা। পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। একইসঙ্গে পথ কুকুরদের বাড়বাড়ন্ত রুখতেও তৎপর হয়েছে প্রশাসন। কুকুরের কামড়ের আগে নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।

এদিকে, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সদ্যোজাতটি কার তা জানার জন্য হাসপাতালের গর্ভবতী মহিলাদের রেকর্ড যাচাই করার জন্য আশেপাশের সমস্ত বেসরকারি এবং সরকারি হাসপাতালের নথি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর মালদহ মেডিক্যাল কলেজের পাশের কালী মন্দির চত্বরে একই ঘটনা ঘটেছিল। হঠাৎই প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার মানুষ দেখতে পেয়েছিলেন বেশ কয়েকটি কুকুর একটি সদ্যোজাতকে খুবলে খাচ্ছে। যা দেখে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলি সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও, হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরের দত্তপুকুরের মেদিনীপুর খালের কাছে একই ঘটনা ঘটেছিল। সেখানে একটি সদ্যোজাতের দেহ খুবলে খাচ্ছিল কয়েকটি কুকুর। স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে কুকুরের দলকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সদ্যোজাতের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন