আমেরিকায় আজ ৪৭ তম প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ২.০ সরকার আসার বিশেষ এই মুহূর্তকে উদযাপন করে আজ রাজকীয় আয়োজনে সাজছে ওয়াশিংটন ডিসি। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু তাবড় ব্যক্তিত্বের সমাহার হতে চলেছে। ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। এদিকে, এই অনুষ্ঠানের আগেই, ট্রাম্পের সঙ্গে মুকেশ ও নীতা আম্বানির ছবি দেখা গিয়েছে। ভারতের এই ধনকুবের দম্পতি ছাড়াও একাধিক তাবড় ভারতীয় ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন। কারা কারা উপস্থিত থাকবেন? দেখা যাক।
মোদী সরকারের প্রতিনিধি কে?
ট্রাম্পের শপথে মোদী সরকারের প্রতিনিধি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিনের অনুষ্ঠানে প্রেসিডেন্ট পদে ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জেডি ভান্স। যাঁর স্ত্রী ঊষা ভারতীয় বংশোদ্ভূত। তিনিও থাকবেন সেখানে উপস্থিত।
মুকেশ ও নীতা আম্বানি
দেশের তাবড় ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি এদিনের শপথ পাঠ অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন। শুধু তাঁরাই নন, আরও বেশ কয়েকজন তাবড় ভারতীয়কে এই অনুষ্ঠানে দেখা যাবে বলে খবর।
কল্পেশ মেহতা
ট্রাম্প অর্গানাজেশন, ইন্ডিয়া-র লাইসেন্সধারী সঙ্গী ট্রিবেকা ডেভেলপার্সের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ অনুষ্ঠানে তিনিও থাকবেন হাজির।
পঙ্কজ বনশল
গুরুগ্রামে ট্রাম্প টাওয়ারস প্রকল্প বাস্তবায়নকারী রিয়েল এস্টেট কোম্পানি M3M ডেভেলপারস-এর এমডি পঙ্কজ বনসালও এই ইভেন্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
সুন্দর পিচাই
ভারতীয় বংশোদ্ভূত তথা গুগলের সিইও সুন্দর পিচাইকে এদিন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে। তাঁর সঙ্গে অবশ্যই মার্কিন শিল্প জগতের জেফ বেজোস, এলন মাস্করাও সেখানে উপস্থিত থাকবেন। তবে মাইক্রোসফ্টের সত্য নাদেলা আজকের অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি।
আশিস জৈন
পুনের রিয়েল এস্টেট ফার্ম কুন্দন স্পেসসের এমডি আশিস জৈন অনুষ্ঠানে থাকবেন।
তবে, রিপোর্ট বলছে, ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এক বাঙালি শিল্পীকেও আমন্ত্রণ জানানো হয়। শরদ শিল্পী অমিত ভট্টাচার্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে। তবে রিপোর্ট বলছে, বারাণসী নিবাসী এই শিল্পী তা প্রত্যাখ্যান করেছেন।