পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা চলাকালীন গুলি চলল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। পরে সিক্রেট সার্ভিসের তরফ থেকে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প এখন সুস্থ রয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর কান ঘেঁষে গুলি চলে গিয়েছে। এদিকে হামলাকারী বন্দুকবাজকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে এই গুলি চালানোর ঘটনায় জনসভায় আগত একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভরতি আছেন বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: বন্দুকবাজের হামলা গা সওয়া আমেরিকার, ২০২৪-এর ৬ মাসে ৩০০ পার ঘটনায় মৃত প্রায় ৪০০)
এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখে রক্তাক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই গুলি চালনার ঘটনার নিন্দা জানিয়েছেন। পরে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প 'ভালো আছেন'। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবে গণ্য করে তদন্ত শুরু করছেন গোয়েন্দারা। এফবিআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
পেনসিলভেনিয়ার জনসভায় এই গুলি চালানোর ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রাম্প বক্তব্য রাখতে রাখতে হঠাৎ কানে হাত দেন এবং তারপরই নিচে পড়ে যান। গুলি চলার আওয়াজ শোনা যায়। তাঁর পিছনে থাকা দর্শকরাও তখন ঝুঁকে পড়েন। এরপর আরও দু'বার গুলি চলেছিল। এরপরই তড়িঘড়ি সিক্রেট সার্ভিস ট্রাম্পকে সমাবেশ থেকে বের করে একটি গাড়িতে তোলে। গাড়িতে ওঠার আগে অবশ্য ট্রাম্প হাত তুলে সমর্থকদের প্রতি অভয় বার্তা দেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গুলি চলনার ঘটনার বিষয়ে অবিহিত করা হয়। তিনি বলেন, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গোলাগুলির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন শুনে আমি কৃতজ্ঞ। আমি তার এবং তার পরিবার এবং সমাবেশে উপস্থিত সকলের জন্য প্রার্থনা করছি। ট্রাম্পকে নিরাপদে সরিয়ে আনার জন্য জিল এবং আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ।' এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।'