অভিষেক দিবসের প্রাক্কালে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় গর্জে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সমর্থকদের উদ্দেশে রবিবার রাতে ভাষণ রাখেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল 'মেক আমেরিকা গ্রেট আগেন'-এর সমাবেশে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালানো তাঁর দেড় হাজার সমর্থককে তিনি 'ক্ষমা' করে দেবেন। এদিকে তিনি ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়েও বড় প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি দাবি করেন, কোনও ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেবেন না তিনি। (আরও পড়ুন: কয়েক ঘণ্টায় ফের টিকটক চালু আমেরিকায়, ট্রাম্পকে ধন্যবাদ জানাল চিনা প্ল্যাটফর্ম)
আরও পড়ুন: বাংলাদেশের মেডিক্যাল প্রবেশিকায় প্রথম সুশোভন, ফল বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাকায়
মেক আমেরিকা গ্রেট এগেইন ভিক্টরি ব়্যালিতে ট্রাম্প বলেন, 'সোমবার যখন সূর্যাস্ত হবে, ততক্ষণে আমাদের দেশে আগ্রাসন বন্ধ হয়ে যাবে।' এরই সঙ্গে তিনি বলেন, 'ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাব'। সঙ্গে তাঁর আরও দাবি, তিনি 'মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা' বন্ধ করবেন। এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নিয়ে ট্রাম্প বলেন, এই চুক্তি 'মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ'। এই নিয়ে বাইডেন প্রশাসনকে কটাক্ষ করে তিনি বলেন, 'বাইডেন বলেছেন যে তারা চুক্তি করেছে, ভাল... প্রথমত, আমি প্রেসিডেন্ট হলে এটা (ইজরায়েল-হামাস সংঘাত) কখনোই হতো না।' উল্লেখ্য, এর আগে গাজা যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে ট্রাম্পের অবদান স্বীকার করেছিল বাইডেন প্রশাসন। এদিকে ট্রাম্প বলেন, 'আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের যে কতটা কাছে, তার কোনও ধারণা নেই সবার। তবে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া আটকাব।' এরই সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সিনেটর রবার্ট কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংক্রান্ত গোপন নথি আগামী দিনগুলোতে প্রকাশ করার অঙ্গীকার করেছেন তিনি। (আরও পড়ুন: মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি, বিস্ফোরণে শ্বাসনালী সহ পুড়েছিল দেহের ৭৪%)
আরও পড়ুন: ৪৭১ দিন পর হামাসের হাত থেকে মুক্তি পেলেন ৩, ইজরায়েল ছাড়ল ৬৯ নারী ও ২১ কিশোরকে
এদিকে রিপোর্ট অনুযায়ী, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির ওপর ফোকাস করে প্রায় ২০০টিরও বেশি নির্বহী আদেশে স্বাক্ষর করবেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, আজই দ্বিতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করার কথা ট্রাম্পের। অবশ্য মার্কিন নির্বাচনে জেতার পর থেকেই তিনি এবং তাঁর মনোনীত সদস্যদের দল কাজে লেগে পড়েছিলেন। এদিকে ফক্স নিউজ ডিজিটালের খবরে বলা হয়েছে, ট্রাম্প সব অবৈধ বহিরাগত অভিবাসীদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দেবেন। এছাড়া তিনি এফবিআই, আইসিই, সিইএ এবং অন্যান্য এজেন্সির কর্মকর্তাদের নিয়ে অপরাধী কার্টেলদের নির্মূল করার জন্য টাস্কফোর্স গঠন করবেন।