সভাস্থলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে গুলি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল চরমে। এদিকে এই ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার এই ঘটনায় জো বাইডেনকে কাঠগড়ায় তুলেছেন ট্রাম্পের এক বন্ধু।
জেডি ভান্স নামে ওই ব্যক্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বাইডেনের প্রচারের মূল বিষয়টি ছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন ফ্য়াসিস্ট। তাঁকে যেকোনও ভাবেই হোক না কেন থামাতে হবে। আর এটাই ট্রাম্পের উপর হানার ঘটনার দিকে টেনে নিয়ে গিয়েছে।
একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে সভাস্থলে ডোনাল্ড ট্রাম্প স্টেজে ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। এরপরই সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত এলাকা ঘিরে ফেলে।
এরপর সিক্রেট সার্ভিসের এজেন্টরা দ্রুত তাঁকে ঘিরে ফেলে ও মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। তখন দেখা গিয়েছে যে তার মুখ থেকে রক্ত ঝড়ছে। এদিকে রক্ষীরা তাঁকে দ্রুত নিয়ে যাচ্ছিল। সেই সময় তিনি মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে দেখান।
মার্কিন সিক্রেট সার্ভিস তাদের বিবৃতিতে জানিয়েছে, একজন দর্শক মারা গিয়েছেন। অপরজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। মার্কিন সিক্রেট সার্ভিসের অফিসার একজন বন্দুকবাজকে নিকেশ করেছে। এই গুলি চালানোর ঘটনার ঘণ্টা খানেক পরে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানের উপরের অংশে গুলি লেগেছে।
মার্কিন প্রতিনিধি মাইক কলিন্স মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানিয়েছেন।
এদিকে একটি পোস্টে কলিন্স জানিয়েছেন, রিপাবলিকান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির উচিত জোসেফ আর বাইডেনের বিরুদ্ধে মামলা দায়ের করা। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা দরকার।
এএনআই সূত্রে খবর, ইন্ডিয়ান আমেরিকান উদ্যোগপতি বিবেক রামস্বামী ডোলান্ড ট্রাম্পের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন। এটাকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আমেরিকানদের এই ঘটনায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, যে দর্শক এই ঘটনায় মারা গিয়েছেন তার জন্য তিনি ও তাঁর স্ত্রী দুঃখ প্রকাশ করছেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রামস্বামী জানিয়েছেন, অপূর্বা ( রামস্বামীর স্ত্রী) ও আমি ওই দর্শকের জন্য অত্যন্ত কষ্ট পাচ্ছি। তাকে বন্দুকবাজের হাতে নিহত হতে হল। আমরা এটা বিশ্বাস করছি যে ট্রাম্প এখন নিরাপদ রয়েছেন। আমার হৃদয় বলছে শুধু ভগবান ট্রাম্পের জন্য নয়, গোটা দেশের মঙ্গলের জন্য রয়েছেন।