ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় এবার সামনে এল আরও একটি ভিডিয়ো। পেনসিলভেনিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সঙ্গে সঙ্গে আততায়ীকে খতম করে দেন এক স্নাইপার। তবে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একধিক মানুষ প্রশ্ন তুলেছেন, শুটারের দিকে আগে থেকেই নজর ছিল স্নাইপারের। তাহলে কেন এই ঘটনা ঘটল? কেন আগেই শুটারকে খতম করল না সেই স্নাইপার। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রাম্প যেখানে ভাষণ দিচ্ছেন, তার পাশেই একটি বাড়ির ছাদে আছেন দুই স্নাইপার। এদিকে উলটো দিকে অপর এক ছাদে ছিল সেই শুটার। (আরও পড়ুন: গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গিয়েও উঠে দাঁড়ালেন ট্রাম্প, হামলা নিয়ে কী বললেন তিনি?)
আরও পড়ুন: 'বন্ধু' ট্রাম্পের ওপর হামলার পরপরই উদ্বেগ প্রকাশ মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী?
ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রাম্প ভাষণ দিতে দিতেই আচমকা গুলি আওয়াজে কেঁপে উঠল সেই জায়গা। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠে একজন স্নাইপার গুলি করলেন। পরে অপর এক ভিডিয়োতে দেখা যায়, একটি বাড়ির ছাদে লুটি পড়ে আছে একজন। দাবি করা হচ্ছে, সেই ব্যক্তি সন্দেহভাজন শুটার। এদিকে এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই গুলি চালানোর ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর ভাবে জখম হয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের কান থেকে রক্তপাত হতে দেখা গিয়েছে এই ঘটনার পরে। তাঁকে নিরাপদে অন্যত্র নিয়ে যায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখে রক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই।
আরও পড়ুন: তাঁর 'বন্দুক নীতি' বদলের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প আজ গুলিবিদ্ধ,কী বললেন বাইডেন?
প্রসঙ্গত, এভাবে কোনও মার্কিন প্রেসিজেন্ট পদপ্রার্থীর ওপরে হামলার ঘটনা বিগত কয়েক দশকে ঘটেনি আমেরিকায়। আবার সেই প্রার্থী দেশের প্রাক্তন প্রেসিডেন্টও বটে। উল্লেখ্য, এর আগে ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান এক জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন মার্কিন মুলুকে। এরপর এই প্রথম কোনও প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার চেষ্টা হল আমেরিকায়। এর আগে ১৯৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়েছিল। পরে ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় রবার্ট এফ কেনেডিসহ বেশ কয়েকজন নির্বাচনী প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ১৯৭২ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জর্জ ওয়ালেসকে একটি প্রচারণা মঞ্চে গুলি করা হয়েছিল। এদিকে এবছরই অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই ভোটের আর মাত্র চার মাস বাকি। তার আগে এ হামলা চালানো হল।