সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্পের বক্তব্য, কেন এমন পরিস্থিতিতেও সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষা করার বা তাঁকে সাহায্য করার চেষ্টা করলেন না পুতিন! ট্রাম্প আরও মনে করেন, পুতিনের পরবর্তী পদক্ষেপ দেখার জন্য নাকি সারা 'বিশ্ব অপেক্ষা করছে'!
এদিকে, ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মহলে দাবি করা হচ্ছে, চাপের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ।
সিরিয়া নিয়ে মূলত সোশাল মিডিয়ায় সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসলে সিরিয়া নিয়ে আর কোনও আগ্রহ নেই। কারণ, তিনি ইউক্রেন নিয়ে ব্যস্ত আছেন।
ট্রাম্পের আরও আশঙ্কা, যদি এই পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে তা আরও ব্যাপক ও শোচনীয় আকার নিতে পারে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া পোস্টে আরও লিখেছেন, 'আসাদ ভেগেছেন। তিনি তাঁর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। রাশিয়া, রাশিয়া, রাশিয় - যার নেতৃত্বে রয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি আর ওঁকে (আসাদকে) রক্ষা করতে আগ্রহী ছিলেন না।...'
'...রাশিয়া যে ওখানে সবার আগে পৌঁছে যাবে, তার কোনও কারণ ছিল না। ওঁরা ইউক্রেনের জন্যই সিরিয়া নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। কারণ সেখানে (ইউক্রেন যুদ্ধে) রাশিয়ার প্রায় ৬ লক্ষ সৈনিক হয় আহত অথবা নিহত হয়েছেন। এবং সেটা এমন একটা যুদ্ধ ছিল, যা শুরু হওয়ার কোনও কথাই ছিল না। আর এখন সেটা আজীবন ধরে চলতে পারে!'
এরই সঙ্গে ট্রাম্প আরও লিখেছেন, 'রাশিয়া এবং ইরান এই মুহূর্তে দুর্বল দু'টি রাষ্ট্রে পরিণত হয়েছে। একটি দুর্বল হয়ে পড়েছে ইউক্রেন এবং খারাপ অর্থনীতির কারণে এবং অন্যটি দুর্বল হয়ে পড়েছে ইজরায়েল ও তার লড়াইয়ের সাফল্যের কারণে।...'
'...যা মনে হচ্ছে, জেলেনস্কি এবং ইউক্রেন এই পাগলামি বন্ধ করতে কোনও চুক্তি সম্পাদন করবেন। ওঁরা যাচ্ছেতাইভাবে ৪ লক্ষ সেনা হারিয়েছেন এবং অসংখ্য সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ওখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া দরকার এবং আলোচনা শুরু হওয়া উচিত।...'
'কত জীবন বিনা কারণে শেষ হয়ে গিয়েছে। কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। আর এসব যদি এভাবেই চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও ব্যাপক আকার নেবে। আরও শোচনীয় অবস্থা তৈরি হবে। আমি ভ্লাদিমিরকে খুব ভালো করেই জানি। এবার ওঁকে কাজ করে দেখাতে হবে। চিন সাহায্য করবে। বিশ্ব অপেক্ষা করছে!'