বাংলা নিউজ > ঘরে বাইরে > Donald Trump: ট্রাম্প প্রশাসনের শীর্ষ ১০ সিদ্ধান্ত, ২ মাসে যেসব পদক্ষেপ সাড়া ফেলেছে দুনিয়ায়
Donald Trump: দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে নিজের নতুন অধ্যায় শুরু। চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বলিষ্ঠ পদক্ষেপের নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও ২০১৭ সালে ক্ষমতায় আসার পর এমন বহু পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের তার পুনরাবৃত্তি শুরু হল যেন। সিংহাসনে বসার দুই মাসের মধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মধ্যে থেকে বাছাই করা দশটি সিদ্ধান্ত তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আরও পড়ুন - চড়ছে পারদ, শরীর হাইড্রেটেড রাখতে এখন থেকেই করুন এই ৫ অভ্যাস
ডোনাল্ড ট্রাম্পের ১০ বলিষ্ঠ পদক্ষেপ
- বার্থরাইট সিটিজেনশিপ বন্ধ করা - মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিহীন অভিবাসীদের সন্তান ওই দেশে জন্ম নিলে তারা জন্ম থেকেই ওই দেশের নাগরিকত্ব পেত। কিন্তু এবার সেই নিয়মে দাঁড়ি টানলেন ট্রাম্প। এছাড়াও বেআইনি অভিবাসীদেরও দেশ ছাড়ার নির্দেশে দিয়েছে ট্রাম্পের প্রশাসন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ তুলে নেওয়া - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প আসার পর পরই সেখান থেকে দেশের সদস্যপদ তুলে নেওয়া হয়। যা হু-র ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মোড়।
- প্যারিস এগ্রিমেন্ট থেকে সরে যাওয়া - আন্তর্জাতিক জলবায়ু চুক্তির নিরিখে অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হল প্যারিস এগ্রিমেন্ট। সেই চুক্তি থেকেও দেশের নাম সরিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
- দেশের দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েন - মার্কিন-মেক্সিকো সীমান্তে জাতীয় সঙ্কট মোকাবিলা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। যার মাধ্যমে সামরিক মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে এবং অভিবাসন নীতি প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
- দুটি মাত্র লিঙ্গকে স্বীকৃতি - গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র দুটি লিঙ্গকে স্বীকৃতি জানানোর নিয়ম জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বড় ধরনের লিঙ্গবৈচিত্র্যকেই স্বীকৃতি দিয়েছিল পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ।
আরও পড়ুন - না কেটে উপর থেকে দেখেই চেনা যায় পাকা ও রসালো তরমুজ, জানুন ৫ টিপস
- মৃত্যুদণ্ড পুনর্বহাল - ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনর্বহাল করেছেন ট্রাম্প। পাশাপাশি দেশের অ্যাটর্নি জেনারেলকে মৃত্যুদণ্ড বহাল করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
- নতুন নিয়ম জারি স্থগিত - ফেডারেল সংস্থাগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত নতুন নিয়ম জারি করার উপরে স্থগিতাদেশ নিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।
- কর্মী ছাঁটাই - যেসব কর্মীর পারফরম্যা্ন্স ততটা ভালো নয়, তাদের বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
- ইয়েমেনে আক্রমণ - সম্প্রতি ইয়েমেনে গোলাবর্ষণ করে আক্রমণ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামাস ও প্যালেস্তাইনের সমর্থনে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে বাণিজ্য তরীতে প্রায়ই আক্রমণ করছে। তার পাল্টা হামলা শুরু করল ট্রাম্প।
- জঙ্গি সংস্থাগুলির ক্লাসিফিকেশন - সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জঙ্গি সংস্থাগুলির ক্লাসিফিকেশন করেছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে ক্লাসিফিকেশন করা হয়েছে সন্ত্রাসবাদীদের।
পরবর্তী খবর