পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভা চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলা চালানো হয়েছিল রবিবার। সেই ঘটনার একটি ছবি রীতিমতো ঝড় তুলেছে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায়। ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে ছুটে যাওয়া গুলির ছবি সেটি। ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদ থেকে গুলি করা হয়েছিল ট্রাম্পকে লক্ষ্য করে। সেই গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে গিয়েছিল। সেই মুহূর্তের একটি ছবি তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ডগ মিলস। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বাতাস চিড়ে বুলেট ট্রাম্পে একদম কাছে এসে পৌঁছেছে। (আরও পড়ুন: ট্রাম্পকে গুলি করা শুটার আদতে 'রিপাবলিকান ভোটার', কে ছিল এই ২০ বছরের থমাস?)
আরও পড়ুন: পুরীর রত্ন ভাণ্ডারের দরজা খুলতেই ভাঙল 'পৌরাণিক বিশ্বাস'! দেখা গেল কী?
এই ঐতিহাসিক ছবি তোলা ডগ মিলস বলেন, 'ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিলেন। পরক্ষণেই তাঁর মুখ বিবর্ণ হয়ে যায়। তার মুখের একপাশে রক্ত দেখা যায়।' এদিকে সেই বুলেটের ছবি ছাড়াও ট্রাম্পের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা গিয়েছে যে ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তাঁকে ঘিরে অনেকগুলি পা (সিক্রেট সার্ভিস এজেন্টদের)। আর ট্রাম্পের গাল গড়িয়ে রক্ত পড়ছে কান থেকে। এদিকে ট্রাম্পের আরও একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, তিনি দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত সমর্থকদের উদ্দেশে উঁচিয়ে তুলেছেন। তাঁকে ঘিরে সিক্রেট সার্ভিস এজেন্টরা। আর ব্যাকগ্রাউন্ডে মার্কিন পতাকা। (আরও পড়ুন: 'এক ছাদ থেকে অন্য ছাদে…', ট্রাম্পকাণ্ডে নয়া দাবি, আরও প্রবল হল বিতর্ক)
আরও পড়ুন: ট্রাম্পকে হত্যার চেষ্টা কি কোনও বৃহত্তর ষড়যন্ত্র? তদন্তে নেমে মুখ খুলল FBI
আরও পড়ুন: 'আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে আমরা শত্রু নই', ট্রাম্পকে নিয়ে বললেন বাইডেন
এই সব ছবি তোলা নিয়ে মিলস বলেন, 'ট্রাম্পকে যেদিক দিয়ে সিক্রেট সার্ভিস এজেন্টরা নিয়ে যাচ্ছিলে, আমি মঞ্চের সেদিকে যাই। সেখানে তখন অনেক ধাক্কাধাক্কি চলছিল। তবে সেই সময় আমরা সবাই ইতিহাসকে ক্যামেরাবন্দি করছিলাম।' নিজের কর্মজীবনে ইতিমধ্যেই দু'টি পুলিৎজার পেয়েছেন মিলস। তার মধ্যে একটি পুলিৎজার এসেছিল বিল ক্লিনটনের বিবাহ বহির্ভূত সম্পর্কের খবরের জন্যে। ১৯৬০ সালে জন্ম নেওয়া মিলস ১৫ বছর অ্যাসোসিয়েটেড প্রেসের হয়ে কাজ করেছেন। এরপরে ২০০২ সাল থেকে তিনি নিউইয়র্ক টাইমসের সঙ্গে যুক্ত। রনাল্ড রিগান থেকে শুরু করে সব মার্কিন প্রেসিডেন্টকে কভার করেছেন তিনি। হোয়াইট হাউজ নিউজ কোরের একাধিক সম্মান তাঁর ঝুলিতে রয়েছে।