নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর পৃথিবীতে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়া দু'জন মহাকাশচারীকে উদ্ধারের জন্য অভিযানের ঘোষণা করেছেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সুনীতা উইলিয়ামসের চুলের প্রশংসা করতে ভোলেননি। তিনি আইএসএসে আটকে পড়া মহাকাশচারী বুচ উইলমোর এবং উইলিয়ামসকে উদ্ধার করার জন্য বিশেষভাবে ইলন মাস্ককে নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, 'আমরা তাদের উদ্ধার করতে যাচ্ছি। এই প্রসঙ্গে ইলন মাস্কের সঙ্গেও তার আলোচনা হয়েছে। ইলন মাস্কও এই উদ্ধার কার্যে সম্মত হয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন, হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যে এই উদ্ধার কাজ শুরু হবে। (আরও পড়ুন: PCB সভাপতিকে নিয়ে লাহোরে প্রভু রামের পুত্র লবের সমাধিতে BCCI সহসভাপতি! দেখুন ছবি)
আরও পড়ুন -PM Modi: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা কীভাবে পুণ্য অর্জন করতে পারবেন? উপায় বাতলালেন মোদী
ডোনাল্ড ট্রাম্প সুনীতা উইলিয়ামসের চুলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, 'আমি সুনীতা উইলিয়ামসের চুল দেখেছি, তার চুল বেশ শক্তিশালী এবং ভাল অবস্থায় রয়েছে।' এছাড়া, ট্রাম্প বলেছেন, 'এই সময় তাদের জন্য বিপদও থাকতে পারে, সেখানে অনেক প্রযুক্তিগত ত্রুটি হতে পারে। এটা খারাপ হতে পারে, তাই দ্রুত তাদের উদ্ধার করা দরকার।' এ বিষয়ে ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'মহাকাশচারীরা ৮ দিনের জন্য সেখানে থাকার কথা ছিল, কিন্তু এখন তারা সেখানে ৮ মাস ধরে আছেন। স্পেসএক্স আগেই একটি ড্রাগন ক্যাপসুল পাঠিয়ে তাদের ফিরিয়ে আনতে পারত, তবে বাইডেন এটি অনুমোদন করেনি।' (আরও পড়ুন: চলতি বছরে ১০.২ বিলিয়ন হারিয়েও ধনকুবেরদের তালিকায় ২১-এ আদানি, আম্বানির হাল কী?)
আরও পড়ুন: বাংলাদেশের ঘূর্ণি পিচে নাহিদরা ব্যাট করতে নামার আগেই 'আউট' দলের ৩
এদিকে, সুনীতা উইলিয়ামস জানুয়ারি মাসে মহাকাশে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সময় মহাকাশ ভ্রমণের রেকর্ড গড়েছেন। এছাড়াও, ২০১২ সালে মহাকাশে একটি ট্রায়াথলন শেষ করার জন্য তিনিই প্রথম মহাকাশচারী, যেখানে তিনি ট্রেডমিলের উপর দৌড়ান এবং একটি ওজন-লিফটিং মেশিন ব্যবহার করে সাঁতার কাটেন। এই ঘটনার পেছনে, ট্রাম্পের মন্তব্য এবং ইলন মাস্কের উদ্যোগ প্রমাণ করছে যে মহাকাশ ভ্রমণ এবং মহাকাশচারীদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক আলোচনার পাশাপাশি নাসা ও স্পেসএক্সের মধ্যে সঙ্গতি ও সহযোগিতার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। (আরও পড়ুন: PoK চুরি নিয়ে জয়শংকরের ফোড়নে তীব্র বদহজম পাকিস্তানের, ঢেকুর তুলে বলল... )
আরও পড়ুন: 'ভালোবাসা রইল', স্ত্রী ও তাঁর মাসিকে দায়ী করে হোটেল ঘরে আত্মঘাতী যুবক
আইএসএসে আটকে পড়া উইলিয়ামস এবং উইলমোরের মিশনটি ছিল ৮ দিনের সফর, যা ২০২৪ সালের জুনে শুরু হয়েছিল। মাত্র আট দিনের জন্য সেই অভিযান নির্ধারিত হলেও পরবর্তীতে দীর্ঘ সময় ধরে সেখানে কার্যত আটকে রয়েছেন সুনীতা ও তাঁর সহকর্মী বুচ উইলমোর। প্রযুক্তিগত সমস্যা, যেমন হিলিয়াম লিক এবং থ্রাস্টার কারণে তাদের ফেরার জন্য ব্যবহৃত স্টারলাইনারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে, তাঁরা মহাকাশে ৯ মাস ধরে আটকে আছেন।