বাংলা নিউজ > ঘরে বাইরে > Ram Rahim: এতবার! আমাদের সম্মতি ছাড়া রাম রহিমকে আর প্যারোলে মুক্তি দেবেন না, কড়া হাইকোর্ট

Ram Rahim: এতবার! আমাদের সম্মতি ছাড়া রাম রহিমকে আর প্যারোলে মুক্তি দেবেন না, কড়া হাইকোর্ট

রাম রহিম। (HT_PRINT)

বার বার প্যারোলে মুক্তি পেয়েছেন রামরহিম। এবার এই ঘটনায় কড়া অবস্থান হাইকোর্টের। 

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে ডেরা সাচা সৌদের প্রধান গুরমীত রাম রহিমকে আর প্যারোলে ছাড়ার আবেদনকে অনুমোদন করবেন না এই আদালতের অনুমতি ছাড়া। প্রসঙ্গত রাম রহিম ধর্ষণ ও খুনের ধারায় অভিযুক্ত হয়ে জেলবন্দি। তবে বর্তমানে তিনি প্যারোলে মুক্ত। গত দু বছরে তিনি ২৩২দিনের জন্য মুক্তি পেয়েছিলেন।  বর্তমানে তিনি প্য়ারোলে মুক্ত হয়েছেন। পরিসংখ্য়ান বলছে ২০২২ ও ২০২৩ সালে ৯১দিন করে মুক্তি পেয়েছিলেন ওই ডেরা প্রধান। 

এদিকে ওই রাম রহিমকে মাঝেমধ্য়েই প্যারোলে ছেড়ে দেওয়া হয় বলে খবর। এর জেরে হরিয়ানা সরকারকে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এবার এনিয়ে হাইকোর্ট কড়া অবস্থান নিল। 

আদালত জানিয়েছে, হরিয়ানা সরকারকে আমরা একটা হলফনামা জমা দিতে বলেছি কতজন অপরাধীকে এই ধরনের সুবিধা দেওয়া হয় এটা জানাতে হবে, সেই সঙ্গেই আগামী ১০ মার্চ ডেরা প্রধানকে আত্মসমর্পণ করতে হবে।শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি আবেদন জানিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জিএস সন্ধ্যাওয়ালিয়া ও বিচারপতি লাপিতা ব্যানার্জি এই নির্দেশ দিয়েছিলেন। এদিকে হাইকোর্ট রাম রহিমের মুক্তির দীর্ঘ তালিকা দেখে হতবাক।  

শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আদালতে আবেদন করেছিল হরিয়ানা সরকার যে ৪০ দিনের প্যারোল দিচ্ছে তা যেন বাতিল করা হয়। এসজিপিসি পিটিশনে জানিয়েছে, তিনি জেলে ছিলেন ও তিনটি আদালতের নির্দেশে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল। একটা মামলায় তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। 

স্বঘোষিত আধ্য়াত্মিক গুরু গুরমিত রাম রহিম। দুই শিষ্য়াকে ধর্ষণের অপরাধে জেলবন্দি তিনি। একাধিকবার তিনি জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছিলেন। আর জেল থেকে বেরিয়ে ফের তিনি তার পুরানো সঙ্গীত জীবনে ফিরে গিয়েছিলেন। একবার দীপাবলিতে মুক্তি পেয়েছিল তার মিউজিক ভিডিয়ো। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ইউ টিউবে।

২০১৭ সালে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল পুলিশকে। শেষ পর্যন্ত ডেরা সাচ্চা সৌদার প্রধানকে পাকড়াও করেছিল পুলিশ। এরপর তার বিলাসী জীবনের নানা দিক সামনে আসতে থাকে। তা এককথায় চমকে দেওয়ার মতোই। জেলে যাওয়ার পরেও যে তার জনপ্রিয়তা কোনও অংশে কমেনি সেটাও বোঝা গিয়েছে বার বার। সোশ্যাল মিডিয়ায় এখনও তুমুল জনপ্রিয় রাম রহিম। তবে সেই গানের প্রতিটি পর্বেই রয়েছে স্বঘোষিত গুরুর ছোঁয়া। গানের কথা, সুর, মিউজিক সবক্ষেত্রে নিজের অবদান রেখেছেন স্বঘোষিত বাবা। তবে এবার প্য়ারোলে মুক্তি নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.