বাংলা নিউজ > ঘরে বাইরে > জানুয়ারিতে এই দিনগুলিতে আকাশে চোখ রাখুন, সাক্ষী থাকবেন একাধিক মহাজাগতিক ঘটনার

জানুয়ারিতে এই দিনগুলিতে আকাশে চোখ রাখুন, সাক্ষী থাকবেন একাধিক মহাজাগতিক ঘটনার

ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী। 

দেখতে দেখতে এসে গেল ২০২২। নতুন বছরের প্রথম মাসেই কিন্তু একাধিক চমক থাকবে রাতের আকাশে। কেমন?

জানুয়ারি মাসেই একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী। এর মধ্যে অন্যতম হল, বছরের প্রথম মাসে নতুন চাঁদের দেখা মেলা।

নতুন চাঁদ আবার কী?

এই নিউ মুন দিনের বেলায় ওঠে। ভোরের আকাশে স্বল্প সময়ের জন্যই দেখা যায়। সূর্যের ঠিক বিপরীতে পৃথিবী ও চাঁদ এলে সেই সময়ে সূর্যালোক কাছাকাছি থাকলে অল্প সময়ের জন্য নিউ মুন দেখা যায়।

জানুয়ারি মাসেই উল্কাবৃষ্টি হওয়ারও কথা। ২ ও ৩ জানুয়ারি এটি দেখতে পাবেন। তবে হ্যাঁ, এটি দেখার জন্য আকাশ পরিষ্কার হওয়া প্রয়োজন। নাসা জানিয়েছে, বুয়েটস নক্ষত্রমণ্ডল থেকে উল্কা বিকিরণ করছে। রয়েছে উজ্জ্বল নক্ষত্র আর্কটুরাস। মধ্যরাতের পরে সবচেয়ে ভাল উল্কাপাত দেখার সম্ভাবনা রয়েছে। গ্রহাণু ২০০৩EH1-কেই চতুর্মুখী উল্কাবৃষ্টির উত্স বলে মনে করছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহ জানুয়ারির শেষের দিকে চাঁদের কাছাকাছি আসবে। এর ফলে ভোরের আকাশে দুটিকে বেশ কাছাকাছি দেখা যাবে।

এর পাশাপাশি গত শুক্রগ্রহও এখন মর্নিং স্টার হিসেবে ভোররাতে উদয় হচ্ছে। এর ফলে চাঁদ, মঙ্গলের সঙ্গে দেখা যাবে শুক্রকেও।

বন্ধ করুন