বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বাধীন তামিলনাড়ুর দাবি তোলার দিকে ঠেলে দেবেন না, দাবি DMK নেতৃত্বের

স্বাধীন তামিলনাড়ুর দাবি তোলার দিকে ঠেলে দেবেন না, দাবি DMK নেতৃত্বের

তামিলনাড়ু রাজ্যে স্বায়ত্ত্বশাসনের পক্ষে সওয়াল ডিএমকে নেতৃত্বের। প্রতীকী ছবি. (PTI) (HT_PRINT)

এ রাজার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেতেই বলছেন এসব বিচ্ছিন্নতাবাদী মন্তব্য। কয়েকজন আবার সমর্থনও করেছেন এই মন্তব্যকে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি জানিয়েছেন, যদি তাঁরা(ডিএমকে) এই ধরনের মন্তব্য করেন, তাহলে বুঝতে হবে বিজেপির অগ্রগতিতে তারা ভয় পেয়ে গিয়েছে।

তামিলনাড়ুকে রাজ্য স্বায়ত্ত্বশাসন দেওয়ার পক্ষে সওয়াল করলেন ডিএমকে নেতা এ রাজা। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও আবেদন জানিয়েছেন তিনি। এর সঙ্গেই তাঁর সংযোজন স্বাধীন দেশ হিসাবে দাবি তোলার দিকে আমাদের ঠেলে দেবেন না।

এদিকে দ্রাবিড় আন্দোলনের অন্যতম পুরোধা থানথাই পেরিয়ার অবশ্য় আগে থেকেই স্বাধীন তামিলনাড়ুর পক্ষে সওয়াল করেন। তবে ডিএমকে কিছুটা অন্য়মত পোষন করছে। পশ্চিম তামিলনাড়ুর নমক্কলে একটি সভায় ডিএমকে নেতা এ রাজা জানিয়েছেন, আমি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন করছি, আমাদের নেতাদের উপস্থিতিতে জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী আন্নার পথে চলছেন( ডিএমকের প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাই), তবে আমাদের পেরিয়ারের পথে ঠেলে দেবেন না, আলাদা দেশ চাওয়ার দিকে আমাদের ঠেলে দেবেন না, আমাদের রাজ্যের স্বায়ত্বশাসন দিন। আর যতদিন এই স্বায়ত্ত্বশাসন আমরা পাব না ততদিন আমাদের বিশ্রাম নেই।

এদিকে এ রাজার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেতেই বলছেন এসব বিচ্ছিন্নতাবাদী মন্তব্য। কয়েকজন আবার সমর্থনও করেছেন এই মন্তব্যকে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি জানিয়েছেন, যদি তাঁরা(ডিএমকে) এই ধরনের মন্তব্য করেন, তাহলে বুঝতে হবে বিজেপির অগ্রগতিতে তারা ভয় পেয়ে গিয়েছে।আদর্শ ব্যর্থ হয়েছে এটা ধরে নিয়ে তারা এসব কথা বলছেন। 

 

 

 

বন্ধ করুন