সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে কার্যত বকাঝকা করেন। কোর্ট রুমে যে নিয়ম মেনে চলতে হয় সেটা বার বার মনে করিয়ে দেন তিনি। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে তদন্তের দাবি করেছিলেন এক আবেদনকারী। আর সেই আবেদনের সময় সুপ্রিম কোর্টের তরফে যখন কথা বলা হচ্ছিল, তখন ওই আইনজীবী বার বার ইয়া ইয়া বলছিলেন।
কার্যত সম্মতিসূচক অর্থে তিনি এভাবে ইয়া ইয়া বলছিলেন। তখন দেশের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, এটা কোনও কফি শপ নয়। এটা আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, একদম এভাবে ইয়া! ইয়া! বলবেন না। বলবেন ইয়েস!। এটা আদালত। এই যে সমস্ত মানুষরা ইয়া ইয়া বলেন তাঁদের প্রতি আমার কিছুটা অ্যালার্জি রয়েছে।
তবে এবারই প্রথম নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগেও আদালতের যে রীতি নীতি সেটা সম্পর্কে বার বার শিক্ষা দিয়েছেন সাধারণ আইনজীবীদের। গত মার্চ মাসে নিট-ইউজি শুনানির সময়তেও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিনিয়র অ্যাডভোকেট ম্যাথিউজ নেদামপুরাকে বের করে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছিলেন।
আসলে ওই আইনজীবী নরেন্দ্র হুডাকে বার বার বাধা দিচ্ছিলেন। নরেন্দ্র ওই মামলার অন্যতম আইনজীবী ছিলেন। এদিকে ম্যাথিউজ বার বারই দাবি করতে থাকেন যে তিনি এই মামলার অন্যতম আইনজীবী। তিনি সিনিয়র আইনজীবী। আর তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জবাব দিয়েছিলেন, আমি এখানে কোনও অ্যামিকাসকে নিয়োগ করিনি। এরপর ওই আইনজীবী বলেন, যদি আপনি আমায় সম্মান না করেন আমি বেরিয়ে যাব। এরপরই প্রধান বিচারপতি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন যাতে ওই আইনজীবীকে বের করে দেওয়া হয়।
প্রধান বিচারপতি বলেছিলেন, আমি আপনাকে সাবধান করছি। সিকিউরিটি ডাকা হোক ও কোর্টরুম থেকে তাঁকে বের করে দেওয়া হোক।