বাংলা নিউজ > ঘরে বাইরে > বাড়ির বাইরে পা দেবেন না, বিপদ! হিন্দুত্ববাদী নেতাদের পরামর্শ পঞ্জাব পুলিশের

বাড়ির বাইরে পা দেবেন না, বিপদ! হিন্দুত্ববাদী নেতাদের পরামর্শ পঞ্জাব পুলিশের

সুধীর পুরীর মৃত্যুর পরে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ (Photo by Sameer Sehgal /Hindustan Times) (HT_PRINT)

২০১৬ সালে অরোরাকে লক্ষ্যে করে সামরালা চক এলাকায় গুলি চালানো হয়েছিল। বুলেটটি তার কাঁধ ঘেঁষে চলে যায়। এদিকে নিরাপত্তা নেওয়ার জন্য অরোরা গোটা ঘটনাটি সাজিয়েছেন বলে পুলিশের তরফে দাবি করা হয়েছিল। পরে পুলিশ বুঝতে পারে আসলে এর পেছনে অন্য় গোষ্ঠীর হাত রয়েছে।

তারসেম সিং দেওগান

পাকিস্তানে গা ঢাকা দেওয়া খলিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলার হুঁশিয়ারি। আর তার জেরে একাধিক হিন্দুত্ববাদী নেতৃত্বকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিল পঞ্জাবের লুধিয়ানা পুলিশ। হিন্দুত্ববাদী নেতা অমিত অরোরা, যোগেশ বক্সি ও কিষান কংগ্রেসের নেতা গুরসিমরান সিং মন্দকে তাঁদের বাড়ি থেকে বের হতে আপাতত বারণ করা হয়েছে। পাশাপাশি একাধিক হিন্দুত্ববাদী নেতার বাড়ির কাছে কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে বলে খবর।

হিন্দুত্ববাদী নেতা সুধীর সুরিকে খুনের ঘটনার পরে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে চাওলা নামে ওই ব্যক্তি অরোরা ও মন্দকে খুনের হুমকি দিচ্ছে।

এদিকে একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর টার্গেটে আগে থেকেই রয়েছেন অরোরা। ২০১৬ সালে তিনি কোনওরকমে বেঁচে যান। শনিবার তিনি সুধীর সুরির শেষকৃত্যে অংশ নিতে অমৃতসরে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। আপাতত বাড়িতে থাকার জন্যই তাঁকে বলা হয়েছে।

অরোরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা হরদীপ সিং নিজ্জরও তাঁকে হুমকি দিয়েছেন। এদিকে ২০১৬ সালে অরোরাকে লক্ষ্যে করে সামরালা চক এলাকায় গুলি চালানো হয়েছিল। বুলেটটি তার কাঁধ ঘেঁষে চলে যায়। এদিকে নিরাপত্তা নেওয়ার জন্য অরোরা গোটা ঘটনাটি সাজিয়েছেন বলে পুলিশের তরফে দাবি করা হয়েছিল। পরে পুলিশ বুঝতে পারে আসলে এর পেছনে অন্য় গোষ্ঠীর হাত রয়েছে।

 

পরবর্তী খবর

Latest News

লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.