তারসেম সিং দেওগান
পাকিস্তানে গা ঢাকা দেওয়া খলিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলার হুঁশিয়ারি। আর তার জেরে একাধিক হিন্দুত্ববাদী নেতৃত্বকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিল পঞ্জাবের লুধিয়ানা পুলিশ। হিন্দুত্ববাদী নেতা অমিত অরোরা, যোগেশ বক্সি ও কিষান কংগ্রেসের নেতা গুরসিমরান সিং মন্দকে তাঁদের বাড়ি থেকে বের হতে আপাতত বারণ করা হয়েছে। পাশাপাশি একাধিক হিন্দুত্ববাদী নেতার বাড়ির কাছে কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে বলে খবর।
হিন্দুত্ববাদী নেতা সুধীর সুরিকে খুনের ঘটনার পরে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে চাওলা নামে ওই ব্যক্তি অরোরা ও মন্দকে খুনের হুমকি দিচ্ছে।
এদিকে একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর টার্গেটে আগে থেকেই রয়েছেন অরোরা। ২০১৬ সালে তিনি কোনওরকমে বেঁচে যান। শনিবার তিনি সুধীর সুরির শেষকৃত্যে অংশ নিতে অমৃতসরে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। আপাতত বাড়িতে থাকার জন্যই তাঁকে বলা হয়েছে।
অরোরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা হরদীপ সিং নিজ্জরও তাঁকে হুমকি দিয়েছেন। এদিকে ২০১৬ সালে অরোরাকে লক্ষ্যে করে সামরালা চক এলাকায় গুলি চালানো হয়েছিল। বুলেটটি তার কাঁধ ঘেঁষে চলে যায়। এদিকে নিরাপত্তা নেওয়ার জন্য অরোরা গোটা ঘটনাটি সাজিয়েছেন বলে পুলিশের তরফে দাবি করা হয়েছিল। পরে পুলিশ বুঝতে পারে আসলে এর পেছনে অন্য় গোষ্ঠীর হাত রয়েছে।