
কংগ্রেস ব্যর্থ, উত্তরাখন্ডে হবে ডবল ইঞ্জিন সরকার, বাড়ি বাড়ি প্রচারে অমিত শাহ
১ মিনিটে পড়ুন . Updated: 28 Jan 2022, 09:52 PM IST- তিনি বলেন, যখন কংগ্রেস উত্তরাখন্ডে ক্ষমতায় এসেছিল তখন উন্নয়নের কোনও কাজ করেনি।
ফের উত্তরাখন্ডে বাড়ি বাড়ি প্রচারে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রুদ্রপ্রয়াগে এদিন তিনি কংগ্রসকে জোরালো আক্রমণ করেন। তাঁর দাবি কংগ্রেস সরকারক মানুষই ব্যর্থ সরকার হিসাবে ঘোষণা করেছে। সেজায়গায় বিজেপি ডবল ইঞ্জিন সরকার। কয়েকজন প্রাক্তন সেনাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় তিনি কংগ্রেসকে নিশানা করে তোপ দাগেন। তিনি বলেন, যখন কংগ্রেস উত্তরাখন্ডে ক্ষমতায় এসেছিল তখন উন্নয়নের কোনও কাজ করেনি। উলটে খালি দুর্নীতি করে গিয়েছে।তবে বিজেপি রাজ্যবাসীর কল্যাণের জন্য় নিয়োজিত। দলিতদেরও অবহেলা করেছে কংগ্রেস। দাবি অমিত শাহের।
অমিত শাহ বলেন, বিজেপি দলিত নেতৃত্বকে সবসময় শ্রদ্ধা করেছে। কিন্তু কংগ্রেস একটা সময়ে বিআর আম্বেদকরকে সংসদে ঢুকতে দিত না। বিজেপি সরকারই তাঁকে ভারতরত্ন দিয়েছিল। কংগ্রেস তা করেনি। সেনাবাহিনীর আধুনিকীকরণে কংগ্রেস মন দিত না বলে দাবি অমিত শাহের। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সেনার জন্য আধুনির রাইফেল ও বুলেটপ্রুফ জ্যাকেট এনেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরে উত্তরাখন্ডে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। যার জেরে ফের উত্তরাখন্ডে ক্ষমতায় ফিরবে বিজেপি। এদিন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন।