ফের বিপত্তি ট্রেনে। আমেদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেস কার্যত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। গুজরাটের কাছে সুরাটে এই ঘটনা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুরাটের কাছে কামরার কিছুটা অংশ বাকি ট্রেন থেকে আলাদা হয়ে যায়। রেলের তরফে জানানো হয়েছে, ১২৯৩২ আমেদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেস ভাদোদারা ডিভিশনের গোথাংগাম ইয়ার্ডের কাছে এই ঘটনা হয়েছে। সকাল ৮টা ৫০ নাগাদ এই ঘটনা হয়েছে। প্রয়োজনীয় মেরামতির কাজ করা হচ্ছে। ট্রেনের সামনের আর পেছনের অংশটা প্লাটফর্মে আনা হচ্ছে।
আপ ট্রেনটি লুপ লাইনের মাধ্যমে চালানো হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, সকাল ৮টা ৫০ নাগাদ এই ঘটনা হয়েছে। সায়ন আর সুরাট স্টেশনের মাঝে গোথাংগাম ইয়ার্ডের কাছ দিয়ে যাচ্ছিল যখন ট্রেনটি তখন এই ঘটনা হয়।
পশ্চিম রেলওয়ে এনিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে এই ঘটনায় কোনও আহত হননি।
এই ঘটনার পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে। পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিনীত অভিষেক জানিয়েছেন, এই ঘটনার জেরে অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকই হচ্ছে। সেই সঙ্গেই যে কোচটিতে এই ঘটনা হয় সেটাকে ট্রেনের সঙ্গে আবার নতুন করে যুক্ত করা হয়েছে। সকাল ১১টা ২২ মিনিটের মধ্য়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।