আর জি কর কাণ্ড ঘিরে তুলকালাম গোটা রাজ্যে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। আরজি কর-এর অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে উঠেছিল বহু প্রশ্ন। এদিকে, এই আবহে পঞ্জাবে এক এমডি পড়ুয়ার মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। পঞ্জাবের মুক্তসারের নবদীপ সিংয়ের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমডির দ্বিতীয় বর্ষের এই পড়ুয়ার মৃত্যুতে, বহু প্রশ্ন উঠছে।
দিল্লির মৌলানা আজাদ কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র নবদীপ। তিনি ২০১৭ সালে নিট পরীক্ষার টপার ছিলেন। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে কলেজে। ২৫ বঠর বয়সী নবদীপের মৃত্যুতে শোকের ছায়া পঞ্জাবে। তাঁর দেহ উদ্ধার হতেই তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে গোটা ঘটনায় কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান নবদীপ সম্ভবত আত্মহত্যা করেছেন। তবে গোটা বিষয়টিই তদন্তাধীন।
দিল্লি পুলিশ জানিয়েছে,' যখন তিনি ফোন ধরছিলেন না, তখন তাঁর বাবা একজন বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে পাঠান। বন্ধুটি দেখতে পায় তাঁর হোস্টেলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।'
এদিকে, ২০১৭ সালে নিট পরীক্ষায় AIR 1 স্থানটি দখল করেছিলেন নবদীপ। কী হয়েছিল তাঁর? মৃত্যুর নেপথ্যে কী কারণ? এই মেধাবী পড়ুয়ার মৃত্যু ঘিরে নানান প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষত আরজি কর আবহে নবদীপের মৃত্যু ঘিরে চাঞ্চল্য পঞ্জাবে। নিটে সাফল্য পেতেই তিনি মৌলানা আজাদ মেডিক্যাল কলেজেই ভর্তি হতে চেয়েছিলেন। নিজের দ্বাদশ ক্লাসের মার্কসেও তিনি সন্তুষ্ট ছিলেন বলে জানিয়েছিলেন নবদীপ। নবদীপের পরিবারের এক ঘনিষ্ঠ বলছেন,' তাঁর বাবা (গোপাল) নবদীপের সঙ্গে শনিবার বিকেলেই কথা বলেছিলেন, তখনও নবদীপ একেবারে স্বাভাবিক ছিলেন। কিছু ইঙ্গিত করেনি যে তার কোনো চাপ ছিল বলে। বাবা-মায়ের সাথে সবকিছু শেয়ার করতেন। তিনি কীভাবে এমন চরম পদক্ষেপ নিলেন, তাতে আমরা বিস্মিত।'