বাংলা নিউজ > ঘরে বাইরে > পেন্টাগনকে কাজে লাগিয়ে ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার ছক কষেছিলেন ট্রাম্প

পেন্টাগনকে কাজে লাগিয়ে ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার ছক কষেছিলেন ট্রাম্প

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)

নির্বাচনে হেরে ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার ছক কষেছিলেন ট্রাম্প, কাজে লাগাতে চেয়েছিলেন পেন্টাগনকে।

নির্বাচনে হারের পরই পেন্টাগনকে দেশের সব ভোটিং মেশিন বাজেয়াপ্ত করতে বলেবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত একটি দাবি করে রিপোর্ট প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। রিপোর্ট অনুযায়ী, একটি এক্সিকিউটিভ নির্দেশের খসড়া মিলেছে যাতে ট্রাম্পের মেয়াদকালীন সময় হোয়াইট হাউজের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক আধিকারিকদের লেখা হয়েছে যাতে তাঁরা দেশে সব ভোট মেশিন বাজেয়াপ্ত করে নেন।

জানা গিয়েছে, ২০২০ সালের ১৬ ডিসেম্বরে লেখা সেই নির্দেশিকায় ট্রাম্প একজন বিশেষ কৌঁসুলি নিয়োগ করতে চেয়েছিলেন, যাঁর কাজ হত ভোট মেশিন বাজেয়াপ্ত সংক্রান্ত কোনও অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইতে লিপ্ত হওয়া৷ তিন পাতার সেই খসড়াতে লেখা, ‘এই নির্দেশটি অবিলম্বে কার্যকর করা হবে৷ প্রতিরক্ষা সচিব সমস্ত মেশিন, সরঞ্জাম, ইলেকট্রনিক তথ্য এবং অন্যান্য রেকর্ড বাজেয়াপ্ত, সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ করবেন।’ তবে সেই খসড়া নির্দেশিকাটি শেষ পর্যন্ত ট্রাম্প সই করেননি বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে হওয়া হামলার তদন্তের স্বার্থে যে ৭৫০ নথি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের সিলেক্ট কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে, সেই নথিগুলির মধ্যে অন্যতম হল হোয়াইট হাউজের এই খসড়া নির্দেশিকা৷ এই নথিতে ট্রাম্পের দাবি করা ষড়যন্ত্রে তত্ত্বের প্রতিফল মেলে, যেখানে তিনি দাবি করেছিলেন যে এই নির্বাচনে ভুয়ো ভোট পড়েছে৷ ট্রাম্পের অনুগামীরাও সেই ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাস করেই ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল৷ এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী সিডনি পাওয়েল সাংবাদিকদের কাছে মিথ্যে দাবি করে বলেছিলেন, ‘চিন, ভেনেজুয়েলা, কিউবা থেকে কমিউনিস্টরা টাকা পাঠিয়ে মার্কিন নির্বাচনকে টার্গেট করা হয়েছে৷’ পরবর্তীতে অবশ্য ক্যাপিটল হিলে হিংসায় প্ররোচণা দেওয়ার দায়ে হাউজ অফ রিপ্রেসেন্টেটিভস-এর সদস্যরা ট্রাম্পকে ইমপিচ করেছিলেন৷

বন্ধ করুন