বাংলা নিউজ > ঘরে বাইরে > VL-SRSAM: আকাশপথে আসা শত্রুকে গুঁড়িয়ে দেবে এই মিসাইল, সফল পরীক্ষা করল DRDO

VL-SRSAM: আকাশপথে আসা শত্রুকে গুঁড়িয়ে দেবে এই মিসাইল, সফল পরীক্ষা করল DRDO

মঙ্গলবার ওড়িশার উপকূলে চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে ভার্টিকাল লঞ্চ শর্ট রেঞ্জ মিসাইলের(VL-SRSAM) উতক্ষেপন ক্ষমতার যাচাই করা হয়। ছবি- ডিআরডিও (DRDO)

একটি উচ্চ-গতির রিমোট চালিত বিমানকে টার্গেট হিসাবে বেছে নেওয়া হয়। রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) সিকারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে বিমানটিতে আঘাত হানে। এক্ষেত্রে উল্লেখ্য, রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমটিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে DRDO এবং ভারতীয় নৌবাহিনী।

DRDO-র মুকুটে আরও এক পালক। শর্ট রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইলের সফল পরীক্ষা করল কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা। এর ফলে আকাশপথে যে কোনও হানা সহজেই রুখে দিতে পারবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীগুলি। মঙ্গলবার ওড়িশার উপকূলে চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে ভার্টিকাল লঞ্চ শর্ট রেঞ্জ মিসাইলের(VL-SRSAM) উতক্ষেপন ক্ষমতার যাচাই করা হয়। এর জন্য একটি উচ্চ-গতির রিমোট চালিত বিমানকে টার্গেট হিসাবে বেছে নেওয়া হয়। রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) সিকারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে বিমানটিতে আঘাত হানে। এক্ষেত্রে উল্লেখ্য, রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমটিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে DRDO এবং ভারতীয় নৌবাহিনী।

পরীক্ষামূলক লঞ্চের সময়, ফ্লাইট পাথ এবং মিসাইলের পারফরম্যান্স প্যারামিটারগুলিও পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন রেঞ্জের যন্ত্র যেমন রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ইওটিএস), টেলিমেট্রি সিস্টেম দ্বারা সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO, ভারতীয় নৌবাহিনী এবং সংশ্লিষ্ট টিমকে VL-SRSAM-এর সফল ফ্লাইট ট্রায়ালের জন্য অভিবাদন জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে।

প্রতিরক্ষা বিভাগের সচিব R&D এবং DRDO-র চেয়ারম্যানও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই পরীক্ষার মাধ্যমে অস্ত্রটির কার্যকারিতা প্রমাণ করা গিয়েছে। তিনি আরও বলেন, এই মিসাইলের মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী স্থানে আকাশপথে যে কোনও হামলা রুখে দিতে আরও সক্ষম হবে নৌসেনা।

বন্ধ করুন