আরও এক সাফল্যের পালক ভারতের প্রতিরক্ষা গবেষণা উইংয়ের। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র তরফে এদিন প্রথমবার সফলভাবে ওড়ে মানবহীন যুদ্ধ উড়ান। যা খুব সহজে যুদ্ধ ড্রোন হিসাবেও বর্ণনা করা যেতে পারে।
'ডিআরডিওর ফ্লাইং উইং টেকলোনজি ডেমোনস্ট্রেটর'-এর তরফে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই ফাইটার এয়ারক্রাফ্টের সাফল্যের কথা জানানো হয়। জানানো হয়, কর্ণাটকের চিত্রদূর্গের এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে এই বিমান উড়ান নিয়েছে। দেশের কাছে সবচেয়ে গর্বের বিষয় এটাই , যে এই হামলাকারী ড্রোন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। এই চালকবিহীন যুদ্ধবিমান আছড়ে পড়বে লক্ষ্যবস্তুর উপর। আর পুরোটাই নিখুঁতভাবে সম্পন্ন হয়ে যাবে। এখানেই শেষ নয়। আকাশে শত্রু শিবিরের ড্রোনকে মুহূর্তে চিহ্নিত করে ফেলে তাকে সেখানেই গুঁড়িয়ে দিতে সক্ষম প্রযুক্তি এই যুদ্ধ বিমানে রাখতে পারা যাবে। পুরীতে ফিরল ভিড়ের চেনা ছবি, ঐতিহ্য মেনে মহারাজার উপস্থিতিতে সম্পন্ন রথযাত্রা
এদিকে, কয়েকদিন আগেই 'অভ্যাস' নামের এক ড্রোনের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। তারও সফল উৎক্ষেপণ হয়েছে সদ্য। যদিও আগে এই ড্রোন তথা যুদ্ধ এয়ারক্রাফ্ট পরীক্ষা করা হলেও তা সাফল্য পায়নি। প্রসঙ্গত, যেখানে লাদাখ নিয়ে চিনের রক্তচক্ষুকে সদ্য জবাব দিয়েছে ভারত, সেখানে এমন এয়ারক্রাফ্ট রীতিমতো শক্তি যোগাবে ভারতের অস্ত্রাগারে। এছাড়াও কয়েক বছর ধরেই পাকিস্তান সীমান্তে ভারতের গ্রামগুলিতে যেভাবে ড্রোনের প্রবেশ হয়েছে, বা ড্রোন থেকে অস্ত্র বর্ষণ হয়েছে তার দিকে খেয়াল রেখে ডিআরডিওর এই উদ্যোগ নিঃসন্দেহে বড় ঘটনা।