কোভিড অতিমারী পরিস্থিতির কারণে ড্রাইভিং লাইসেন্সের বৈধতার মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্দিষ্ট করল কেন্দ্রীয় সরকার। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য ছিল লাইসেন্সের মেয়াদ।
সোমবার কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ফিটনেস, পারমিট, লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ১৯৮৮ সালের মোটর ভেহিকলস আইন ও ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস নিয়মাবলী সংক্রান্ত অন্যান্য নথিপত্রের বৈধতার মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত নির্দিষ্ট করা হল। এর আগে এই সময়কাল গত ৩০ মার্চ ও ৯ জুন নির্দিষ্ট করেছিল মন্ত্রক। এর পরে এই সমস্ত নথিপত্র বৈধতাকরণের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বিস্তৃত করা হয়।’
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমান Covid-19 পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ সংক্রান্ত বিষয়ে এই সিদ্ধান্তের দ্বারা বহু নাগরিক উপকৃত হবেন বলেও মন্ত্রকের তরফে আশা প্রকাশ করা হয়েছে।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কোভিড অতিমারী পরিস্থিতি দেসজুড়ে এখনও প্রকট থাকার ফলে দেশব্যাপী লকডাউনের জেরে যে হেতু উপরে উল্লিখিত নথিপত্র-সহ গত ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যে সমস্ত নথিপত্রের বৈধতার মেয়াদ ফুরিয়েছে, অথবা ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বৈধতার মেয়াদ ফুরোবে, তাদের সকলেরই বৈধতার মেয়াদ ৩১ব ডিসেম্বর ২০২০ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। আইনরক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকেও ওই সমস্ত নথিপত্র ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বৈধ হিসেবে গ্রাহ্য করার পরামর্শ দেওয়া হয়েছে।’