রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে যে তাঁর নাম নিয়ে আলোচনা চলছিল, তা জানতেন। তবে তাঁকেই যে শেষপর্যন্ত প্রার্থী করবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, তা ঘুণাক্ষরে ভাবতেও পারেননি দ্রৌপদী মুর্মু। আনুষ্ঠানিকভাবে সেই খবর পাওয়ার পর অশ্রুসিক্ত চোখে দ্রৌপদী বললেন, ‘এটাই প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ, সবকা বিশ্বাস নীতির উদাহরণ।’
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হিসেবে দ্রৌপদীর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই খবর পাওয়ার পরই আবেগতাড়িত হয়ে পড়েন দ্রৌপদী। ভিজে যায় চোখ। তারইমধ্যে ফোনে ‘হিন্দুস্তান টাইমস’-কে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার নাম নিয়ে আলোচনা চললেও আমি এটা কখনও ভাবতে পারিনি। আমার মতে, এটাই প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদীর সবকা সাথ, সবকা বিশ্বাস নীতির উদাহরণ।’
আরও পড়ুন: NDA Presidential Candidate Droupadi Murmu: 'প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পাবে ভারত?' NDA-র প্রার্থী এই দ্রৌপদী মুর্মু
মোদী কী বলেছেন?
মোদী বলেন, ‘সমাজের জন্য কাজ করতে এবং গরিব, নিপীড়িত ও প্রান্তিকদের ক্ষমতায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন দ্রৌপদী মুর্মুজি। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা অত্যন্ত বেশি এবং রাজ্যপাল হিসেবেও দারুণ মেয়াদ পার করেছেন। আমি নিশ্চিত যে উনি দেশের দুর্দান্ত রাষ্ট্রপতি হবেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী ইস্যুতে যশবন্ত-পুত্র বিজেপি সাংসদ জয়ন্ত খুললেন মুখ! উঠে এল পরিবার প্রসঙ্গ
যদি দ্রৌপদী নির্বাচনে জিতে যান, তাহলে ইতিহাস গড়বেন। প্রথম আদিবাসী মহিলা হিসেবে বসবেন রাষ্ট্রপতির কুর্সিতে। সেই রেশ ধরে মোদী বলেন, 'যাঁরা দারিদ্র্যতার সঙ্গে লড়াই করেছেন এবং জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাঁদের পাশাপাশি লাখ-লাখ মানুষ দ্রৌপদী মুর্মুজি'র থেকে শক্তি সঞ্চয় করেছেন। নীতি সংক্রান্ত বিষয়ে তাঁর অভিজ্ঞতা এবং সহানুভূতিশীল চরিত্রের কারণে আমাদের দেশ অত্যন্ত লাভবান হবে।'