বাংলা নিউজ > ঘরে বাইরে > Droupadi Murmu Takes Oath As President: প্রথম আদিবাসী হিসেবে সর্বোচ্চ পদে দ্রৌপদী, ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নিলেন শপথ

Droupadi Murmu Takes Oath As President: প্রথম আদিবাসী হিসেবে সর্বোচ্চ পদে দ্রৌপদী, ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নিলেন শপথ

১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

President Droupadi Murmu: ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা। পাশাপাশি স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী।

আজ সংসদের সেন্ট্রাল হলে ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা শপথবাক্য পাঠ করালেন দ্রৌপদী মুর্মুকে। এরই সঙ্গে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা। পাশাপাশি স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী। তাছাড়া ভারতের ইতিহাসে কনিষ্ঠতম রাষ্ট্রপতিও হন তিনি।

এদিন সকাল ৯টা ২২ মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান দ্রৌপদী মুর্মু। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তিনি। বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান। শেষবারের মতো রাষ্ট্রপতি হিসেবে গান স্যালুট গ্রহণ করেন রামনাথ কোবিন্দ। এরপর রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী মুর্মু সকাল ১০টা ৩ মিনিট নাগাদ পৌঁছে যান সংসদে।

ওড়িশায় জন্ম নেওয়া দ্রৌপদী এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। নিজের কর্মজীবন তিনি অবশ্য শুরু করেছিলেন সরকারি কর্মী হিসেবে। প্রথমে ওড়িশার রাজ্য সরকারের ক্লাস-৩ কর্মী পরে স্কুল শিক্ষিকা হয়েছিলেন তিনি। এরপর রাজনীতিতে প্রবেশ তাঁর। ওড়িশার রায়রাংপুরের কাউন্সিলর হন। পরে বিধায়ক হন তিনি। নবীন পট্টনায়েকের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ সামলান তিনি। এরপর দীর্ঘ ছয়বছর ঝাড়খণ্ডের রাজ্যপাল থাকেন তিনি।

গত ১৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জেতেন দ্রৌপদী মুর্মু। মোট বৈধ ভোটের প্রায় ৬৪ শতাংশ যায় তাঁর ঝুলিতে। তাঁকে বেশ কয়েকটি বিরোধী দলও সমর্থন করে। তাছাড়া প্রচুর ‘ক্রস ভোট’ পড়ে তাঁর পক্ষে। অন্তত ১৭ জন সাংসদ ও বিভিন্ রাজ্যের শতাধিক বিধায়ক দলের নির্দেশ অমান্য করে দ্রৌপদীকে ভোট দেন। 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.