বাংলা নিউজ > ঘরে বাইরে > Video: ছুটন্ত ষাঁড়ের পিঠে চেপে মাতাল যুবকের কাণ্ড, দেখুন Video, পুলিশ যা করল এবার…

Video: ছুটন্ত ষাঁড়ের পিঠে চেপে মাতাল যুবকের কাণ্ড, দেখুন Video, পুলিশ যা করল এবার…

এভাবেই ষাঁড়ের পিঠে চেপেছিলেন যুবক। টুইটার

মদ্যপ অবস্থায় ওই যুবক একটি ভাইরাল ভিডিয়ো তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু অতটা হালকা ভাবে নিচ্ছে না পুলিশ। মাঝরাতের এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়়ায়।

দিন কয়েক আগেই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় একটি ষাঁড়ের পিঠে চেপে রয়েছেন এক যুবক। এরপর ষাঁড়টি দ্রুতগতিতে ছুটছে। একটি স্কুটি প্রায় এই ছুটন্ত ষাঁড়ের মুখে পড়ে যাচ্ছিল। অল্পের জন্য রক্ষা পায়। কিন্তু যুবকের অবশ্য় তাতে কোনও হেলদোল নেই। একেবারে যেন ঘোড়ায় চেপে আছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, এটা ঋষিকেশের তপোবনের কাছে হয়েছিল।

মদ্যপ অবস্থায় ওই যুবক একটি ভাইরাল ভিডিয়ো তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু অতটা হালকা ভাবে নিচ্ছে না পুলিশ। মাঝরাতের এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়়ায়। পশুদের উপরেও তিনি অত্য়াচার করেন বলে অভিযোগ। তবে এবার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনে যাতে তিনি এই ধরনের স্টান্টবাজি না করেন সেটা বলে দেওয়া হয়েছে। একেবারে কড়াভাবে সতর্ক করেছে পুলিশ।

গোটা ঘটনা সম্পর্কে সতর্ক করে টুইট করেছে উত্তরাখণ্ড পুলিশ। ঋষিকেশের তপোবন এলাকায় ওই মদ্যপ যুবক গত ৫ মে ষাঁড়ের পিঠে চেপে পড়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীদিনে যাতে পশুদের সঙ্গে এই ধরনের ব্যবহার তিনি না করেন সেব্যাপারে সতর্ক করা হয়েছে।

এদিকে এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকেই। আবার অনেকের মনে আসছে জাল্লিকাট্টুর কথা। সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে আইন ভাঙার মতো কিছু ওই যুবক করেছিলেন বলে মনে হচ্ছে না। জাল্লিকাটুও প্রচুর লোকজনের সামনে করা হয়। সেখানে অনেকেই ছুটন্ত বুলের উপর চাপতে চান লোকজন। কিন্তু ঋষিকেশের ওই যুবকের কীর্তি দেখে হতবাক অনেকেই। একজন লিখেছেন রেড বুল খেয়েছিল মনে হয়। সেটা খেয়ে একেবারে পাখনা গজিয়ে গিয়েছে।

অপর এক নেট নাগরিক লিখেছেন, হয়তো প্রভু নন্দী ষাঁড়ের উপর চেপে পড়েছিলেন। একবার চেক করে নেবেন। কারণ ভোট কিন্তু কাছেই। অপর একজন লিখেছেন মাঝেমধ্যেই এমন একটু আধটু হলে বেশ হাসার সুযোগ পাওয়া যায়।

 

বন্ধ করুন