বোম রাখা আছে। শনিবার সকালে এই ফোন পেয়েই দ্রুত সচকিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর। এদিকে চেন্নাই থেকে দুবাই যাওয়ার কথা ছিল ইন্ডিগোর বিমানের। এই হুমকি ফোনের জেরে সেই বিমানের উড়ানও সাময়িক স্থগিত করে দেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ বিমানটি উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফোন পাওয়ার পরেই দ্রুত সকলকে সতর্ক করে দেওয়া হয়।
খবর যায় এয়ারপোর্ট থানা ও বোম্ব ডিজপোজাল স্কোয়াডের কাছে। এরপরই বিমানটিকে পরীক্ষা করা শুরু হয়ে যায়। একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে সবদিক দেখা হয়।কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি।
এদিকে আন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি দুবাইয়ের দিকে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্ত সেটির সময় পরিবর্তন করে দেওয়া হয়। বিমানটি দুপুর ১২টা নাগাদ যাবে বলে ঘোষণা করা হয়।
কিন্তু কে করল এমন ফোন? পুলিশ অবশ্য দ্রুত ওই কলারকে চিহ্নিত করে ফেলেছে। ৪৩ বছর বয়সী রনজিৎ নামে ওই ব্যক্তি ওয়াশারমেনপেতে একটি ট্রাভেল শপ চালান। তার পরিবার এই বিমানেই দুবাই যাওয়ার কথা ছিল। আর এতেই ভেঙে পড়েছিলেন তিনি। সেই পরিবারকে আটকাতেই তিনি এই ফোন করেছিলেন বলে অভিযোগ। তিনি নেশাগ্রস্ত অবস্থায় এই ফোন করেন বলে অভিযোগ।