বাংলা নিউজ > ঘরে বাইরে > শর্ত সাপেক্ষে 'দুয়ারে ভ্যাকসিনে' সায় কেন্দ্রের, কী ভাবছে রাজ্যের স্বাস্থ্য দফতর?

শর্ত সাপেক্ষে 'দুয়ারে ভ্যাকসিনে' সায় কেন্দ্রের, কী ভাবছে রাজ্যের স্বাস্থ্য দফতর?

 ফাইল ছবি : টি নারায়ণ/ব্লুমবার্গ (T Narayan/Bloomberg)

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬৬ শতাংশই অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছেন।

দেশে জোর কদমে চলছে করোনা টিকাকরণ। এই আবহে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হল, যাঁরা নিজের থেকে টিকাকরণ কেন্দ্রে যেতে অক্ষম, তেমন মানুষকে বাড়িতে গিয়েই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে কেন্দ্রের তরফে শর্ত সাপেক্ষে দুয়ারে ভ্যাকসিনের কথা বলা হলেও তা নিয়ে বিশেষ উত্সাহ নেই রাজ্য স্বাস্থ্য দফতরের।

এই আবহে কেন্দ্রের নয়া সিদ্ধান্তের কথা জানিয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল বলেন, 'যাঁরা টিকাকরণ কেন্দ্রে যেতে পারবেন না, তাঁদের আমরা বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। যাঁরা শারীরিকভাবে অক্ষম, তাঁদের জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।' এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, 'শয্যাশায়ী মানুষদের তালিকা তৈরি করতে হবে জেলা স্তরে। তাঁরা টিকাকরণ কেন্দ্রে যেতে অক্ষম। সেই তালিকা অনুযায়ী তাঁদের বাড়িতে গিয়ে টিকা দিয়ে আসা হবে।'

এদিকে এই বিষয়ে সংবাদমাধ্যমকে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, এখন‌ই দুয়ারে টিকাকরণের প্রয়োজনীয়তা তিনি দেখতে পারছেন না। তিনি আরও জানান, এখন তাঁদের প্রধান লক্ষ্য শহর এবং মফস্বল শহরগুলিতে টিকার দু’টি ডোজ সম্পূর্ণ করা। পাশাপাশি দুয়ারে টিকা নিয়ে অনীহার নেপথ্যে দেবাঞঅজন কাণ্ড থেকে থাকলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ এর আগে কলকা পুরনিগম বিশেষ কিছু ক্ষেত্রে বাড়িতে টিকাকরণের ভাবনা চিন্তা করলেও পরে স্বাস্থ্য ভবনের জন্য তা বতিল করে দেয়।

এদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬৬ শতাংশই অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছেন। আর ভারতের প্রায় এক তৃতীয়াংশ মানুষ করোনা টিকার দু'টি ডোজই পেয়েছেন। তবে টিককারণের সমস্যা রয়ে গিয়েছে এখনও। টিকাকরণ কেন্দ্রে এখনও লম্বা লাইন, বিশৃঙ্খলা নজর পড়ে নিয়মিত। এর জেরে টিকা নিতে গিয়ে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.