তথ্য চুরির মুখে পড়ল ডেলিভারি স্টার্ট-আপ ডুনজো। তার জেরে গ্রাহকদের ফোন নম্বর এবং ইমেল আইডি ফাঁস হয়ে গিয়েছে। একথা জানিয়েছেন সংস্থার মুখ্য প্রযুক্তি আধিকারিক মুকুন্দ ঝা।
তিনি জানান, ডুনজোর সঙ্গে কাজ করা একটি 'থার্ড পার্টি'-র সার্ভারের তথ্য সুরক্ষা লঙ্ঘিত হয়েছে। তার জেরে হ্যাকাররা সংস্থার ডেটাবেসে ‘অনধিকার অ্যাকসেস’ পেয়েছে। তবে গ্রাহকদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড-সহ লেনদেন সংক্রান্ত কোনও তথ্য চুরি হয়নি বলে দাবি করেছেন ঝা। তিনি বলেন, ‘ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর-সহ লেনদেন সংক্রান্ত কোনও তথ্যের সঙ্গে আপস করা হয়নি। কারণ সেগুলি আমরা সার্ভারে জমা রাখি না।’
সংস্থার তরফে তথ্য চুরির কথা জানিয়ে গ্রাহকদের ইমেল করা হয়েছে। ইমেলে গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলা না হয়নি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, লগ-ইনের জন্য ডুনজো ফোন নম্বর এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে। সেজন্য ইমেলের পাসওয়ার্ড পালটাতে বলা হয়নি।
তবে কখন হ্যাক করা হয়েছে বা কতক্ষণ ধরে হ্যাকাররা গ্রাহকদের তথ্যের অ্যাকসেস পেয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি ডুনজো। পুরো ডেটাবেস থেকে তথ্য চুরি হয়েছে কিনা বা কতজনের গ্রাহকের তথ্য চুরি ফাঁস হয়েছে, তা নিয়েও মুখ খোলেনি সংস্থাটি।
উল্লেখ্য, বেঙ্গালুরু ভিত্তিক একটি স্টার্ট আপ হল ডুনজো। যা বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, মুম্বই, গুরুগ্রাম, দিল্লির মতো জায়গায় হাইপার-লোকাল ডেলিভারি সার্ভিস দেয়। ২০১৭ সাল সেই স্টার্ট আপে টাকা দিয়েছিল গুগল।